আর্কাইভ  মঙ্গলবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৫ ● ১ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা মেডিকেলে চাঁদাবাজ-টেন্ডারবাজ-দালাল চক্রের দৌরাত্ম্য চরমে

ঢাকা মেডিকেলে চাঁদাবাজ-টেন্ডারবাজ-দালাল চক্রের দৌরাত্ম্য চরমে

গাইবান্ধায় স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

গাইবান্ধায় স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রংপুরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাকে আটক করে পুলিশ দিল ছাত্ররা

রংপুরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাকে আটক করে পুলিশ দিল ছাত্ররা

বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের

বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের

৩২ বছর পর খুলল ঢাকা কলেজ ছাত্র সংসদ কার্যালয়ের তালা

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ০৫:৪৪

Advertisement

নিউজ ডেস্ক: দীর্ঘ ৩২ বছর পর খুলে দেওয়া হয়েছে ঢাকা কলেজ ছাত্র সংসদের (ঢাকছাস) কার্যালয়। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী এ ভবনের তালা খুলে দেয়। এ ঘটনায় শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। 

কলেজ প্রশাসন থেকে জানা গেছে, ঢাকা কলেজের বর্ণাঢ্য ইতিহাস-ঐতিহ্য বহনকারী ছাত্র সংসদ ভবন ১৯৯০ সালে প্রতিষ্ঠা করা হয়। তবে ১৯৯৪ সালের পর থেকে ঢাকছাস ভবনের নীচতলায় ছাত্র সংসদের কার্যালয়টি তালাবদ্ধ ছিল। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় ভবনটি এতদিন পড়ে ছিল অনেকটা পরিত্যক্ত অবস্থায়।

সরেজমিনে দেখা যায়, ছাত্র সংসদ কার্যালয়ের ভেতরে পুরোটা ময়লা-আবর্জনায় পরিপূর্ণ। পুরোনো অব্যবহৃত কাগজের স্তূপ জমে আছে। চেয়ার টেবিল অগোছালো ছড়িয়ে ছিটিয়ে যততত্র রাখা হয়েছে। ছাত্র সংসদের দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্য থাকার পরও জুলাই গনঅভ্যুত্থানের এক বছরের মধ্যে শিক্ষার্থীদের নেতৃত্ব বাছাইয়ের নির্বাচন না দেওয়ায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রোমান জাবির বলেন, ‘আমার জন্মের আগে এ ভবনটিতে তালা দেওয়া হয়েছে। এর আগেও হয়তো প্রশাসন খুলেছিল, কিন্তু তা ময়লা বা আবর্জনা রাখার কাজে। থার্ড পার্লামেন্ট বলা হয় ঢাকা কলেজ ছাত্র সংসদকে। এ ভবনের ভিতরে যে অবস্থা, এটা একটা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ ভবনের চিত্র হতে পারে না। এখানের যে অবস্থা, তা দেখলে অনুভূতি খারাপ হয়ে যায়। আমরা চাই, এ মাসের মধ্যেই প্রশাসন নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করুক।’

কলেজের আরেক শিক্ষার্থীর ভাষ্য, ‘দীর্ঘ ৩২ বছর পর ছাত্র সংসদ ভবনের তালা খোলার মুহূর্তটা আমাদের জন্য ঐতিহাসিক। এর ভেতরের অবস্থা আমি আগে কখনো দেখিনি। আগে বাইরে থেকে দেখেছি ভবনটি। কিন্তু আজ ভেতরে এসে অনুভূতি সত্যিই অসাধারণ। আমরা চাই ভবিষ্যতে এ ভবন গণতান্ত্রিক চর্চা, সাংগঠনিক কার্যক্রম আর সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য ব্যবহার করা হোক।’ দ্রুত ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচনের রোড ম্যাপ প্রকাশের দাবি জানান তিনি।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করবেন। এর কাজ হবে চলতি সপ্তাহের মধ্যে ছাত্র সংসদের গঠনতন্ত্র প্রকাশ করা এবং সব ক্রিয়াশীল রাজনৈতিক ছাত্র সংগঠনের সঙ্গে বসে গঠনতন্ত্র সংস্কার করা।

উল্লেখ্য, ১৯৩২-৩৩ মেয়াদে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন নুরুল হুদা। সে সময় জিএস ছিল সর্বোচ্চ পদ। বর্তমানে সহ-সভাপতি বা ভিপি হলো নির্বাচিত সর্বোচ্চ পদ। এরপর ৫০-এর দশকে আটটি, ৬০-এর দশকে সাতটি, ৭০-এর দশকে তিনটি, ৮০-এর দশকে মাত্র একটি এবং সর্বশেষ ৯০-এর দশকে চারটি ছাত্র সংসদ গঠিত হয়। সর্বশেষ ছাত্র সংসদ নির্বাচন হয় ১৯৯৩ সালে। সে সময় জাতীয়তাবাদী ছাত্রদল থেকে হারুন-জাবেদ প্যানেল জয়ী হয়।

মন্তব্য করুন


Link copied