নিউজ ডেস্ক: পাবনার ভাঙ্গুড়া রেলস্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। পরে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে সকাল সোয়া ৯টার দিকে লাইনচ্যুত ইঞ্জিন ও দুটি বগি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেলওয়ে সূত্র জানায়, ঢাকাগামী আরেকটি ট্রেনকে সাইড দিতে ভাঙ্গুড়া স্টেশনের লুপ লাইনে দাঁড়িয়ে ছিল পঞ্চগড় এক্সপ্রেস। ঢাকাগামী ট্রেনটি পার হওয়ার পর মূল লাইনে উঠতে গিয়ে ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এতে উত্তরবঙ্গমুখী সব ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
ভাঙ্গুড়া স্টেশনের স্টেশন মাস্টার মো. আরিফুল ইসলাম বলেন, ‘ড্রাইভার সিগন্যাল অমান্য করে দ্রুত গতিতে ট্রেনটি তুলতে গেলে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।’
বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা জানান, উদ্ধার কার্যক্রম শেষ হওয়ায় এখন ট্রেন চলাচলে আর কোনো সমস্যা নেই।