আর্কাইভ  শনিবার ● ২৩ আগস্ট ২০২৫ ● ৮ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২৩ আগস্ট ২০২৫
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

♦ যোগাযোগ রাখছেন কেন্দ্রেও
♦ নির্বাচনে আগ্রহীরা ঘুরছেন এলাকায়
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

কুমিল্লায় সড়ক দুর্ঘটনা
মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

৪০০ টাকার পণ্যে নিশ্চিত পুরস্কার॥নীলসাগর গ্রুপের কনজুমার প্রোডাক্টে লাখোপতি অফার

বুধবার, ৩ মে ২০২৩, বিকাল ০৭:১২

Advertisement Advertisement

স্টাফ রির্পোটার,নীলফামারী॥ মাসব্যাপী কনজুমার প্রোডাক্টের স্বাশ্রয়ি মূল্য এবং নিশ্চিত পুরস্কারের অফার নিয়ে বাজারে এসেছে নীলসাগর গ্রুপ। মাত্র ৪০০ টাকার প্রোডাক্ট ক্রয়ে ক্রেতার জন্য ঘোষণা করা হয়েছে নিশ্চিত পুরস্কার। 
বুধবার(৩ মে) বিকালে লাখোপতি অফার নামে ওই কর্মসূচির উদ্ধোধন করেন গ্রুপের উপদেষ্টা ও নীলফামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আফজালুল হক।
গ্রুপের পরিবহন কার্যালয়ে ফিতা কেটে ওই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নীলসাগর গ্রুপের নির্বাহী পরিচালক আরমান হাবীব, গ্রুপের কনজুমার প্রোডাক্টের মহাব্যবস্থাপক হাফিজুর রহমান, ক্রয় বিভাগের প্রধান আরিফুর রহমান, সুজন পোল্ট্রি ফিস কেয়ারের ব্যবস্থাপক মো. আওরঙ্গজেব সুজন, দৈনিক খোলাকাগজের নীলফামারী প্রতিনিধি মোশাররফ হোসেন প্রমুখ। 
নীলসাগর গ্রুপের কনজুমান প্রোডাক্টের মহাব্যবস্থাপক হাফিজুর রহমান জানান, কনজুমার প্রোডাক্টের ওই প্যাকেজে রয়েছে কাপড় কাছার বাটি সাবান ১০ পিস, নীল গ্রীণ সামান ৬ পিস, ৫০০ গ্রাম ডিটারজেন ১ প্যাকেট, ষরিসার তেল ২৫০ গ্রাম। প্যাকেজটির স্বাশ্রয়ি মূল্য নির্ধালন করা হয়েছে ৪০০ টাকা। লাখোপতি অফার নামে প্যাকেজটিতে রয়েছে মোটরসাইকেল, এসি, ফ্রিজ, টিভিসহ নিশ্চিত অন্যান্য পুরস্কার। 
গ্রুপটির এমন কর্মসূচিতে দুইটি প্যাকেজ কিনেছেন জেলা শহরের শাহিপাড়ার গৃহিনী মোছা. ফরিদা বেগম। তিনি বলেন, এসব পণ্য প্রতিনিয়ত আমরা বাজার থেকে কিনে এনে ব্যবহার করি। এখন হাতের কাছে কিনতে পারায় যেমন সাশ্রয় হলো, তেমনি বাজারে যাওয়ার ঝামেলা থেকে মুক্ত হলাম। 
নীলসাগর গ্রুপের নির্বাহী পরিচালক আরমান হাবীব বলেন, দেশ ও মানুষের কল্যানে কাজ করা নীলসাগর গ্রুপের উত্তরবঙ্গের অর্থনীতিতে একটি বিশাল ভূমিকা রয়েছে। আমাদের লক্ষ্য অর্থনৈতিক সমৃদ্ধিরসাথে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা। এরই আলোকে নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিনের উদ্যোগে গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান নীলসাগর কনজুমার প্রোডাক্টের একটি ক্যম্পেইন শুরু হলো। নীলসাগর গ্রুপের পণ্য নীলফামারী জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছাতে আমাদের এ উদ্যোগ। 

মন্তব্য করুন


Link copied