আর্কাইভ  মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫ ● ১১ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

তদন্ত হবে আড়ি পাতার

রাজনৈতিক সরকার এ ব্যবস্থা ধরে রাখতে চায়
তদন্ত হবে আড়ি পাতার

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

‘আমি ফাটাকেষ্ট, তোমার বোনকে খুন করেছি’ বলা ব্যক্তির মৃত্যুদণ্ড

সোমবার, ১৬ অক্টোবর ২০২৩, দুপুর ০২:৫৯

Advertisement Advertisement

দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুরে স্ত্রীকে গলাকেটে হত্যার দায়ে মজিবর রহমান (৬৪) নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৬) সকালে দিনাজপুর অতিরিক্ত দায়রা জজ (২) আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এই রায় ঘোষণা করেন। একইসঙ্গে ২৫ হাজার টাকা অর্থদণ্ডও দেন।

মজিবর রহমান হত্যার পর স্ত্রীর ভাইয়ের মোবাইলে কল করে বলেন, ‘আমি ফাটাকেষ্ট, তোমার বোনকে খুন করিয়াছি’। লাশ দাফনের ব্যবস্থা কর বলে মোবাইল কেটে দেন। নিজ ছেলের করা মামলার এজাহারে বিষয়টি উল্লেখ করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই ব্যক্তি চিরিরবন্দর উপজেলার মথুরাপুর কুতুবডাঙ্গা গ্রামের মৃত তাছির উদ্দিনের ছেলে। তিনি পার্বতীপুর উপজেলার খলিলপুর মোল্লাপাড়া গ্রামে স্ত্রী ও সন্তানসহ বসবাস করতেন।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৫ অক্টোবর রাতে মজিবর রহমান ও তার স্ত্রী কহিনুর বেগম পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া লাগে। এ সময় তাদের ছেলে বাবু মিয়া, সুজন ও আব্দুল আলিম বাড়িতে এসে বাবা মায়ের ঝগড়া বিবাদ বন্ধ করে এবং খাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। পর দিন সকালে সব ভাই বাড়ি থেকে ইটভাটায় কাজে চলে যান। পরে তারা জানতে পারেন তাদের বাবা মজিবর রহমান মোবাইলে কল করে তাদের মামাকে জানান, তিনি তার স্ত্রীকে হত্যা করেছেন। বিষয়টি জানতে পেরে তাদের মামা জিয়াউর রহমান বোনের বাড়িতে এসে বোনকে গলা কাটা মৃত অবস্থায় দেখতে পান।

পরে নিহতের ছেলে ও প্রতিবেশীরা এসে বিষয়টি পুলিশকে জানান। এই ঘটনায় নিহতের ছেলে বাবু মিয়া বাদী হয়ে বাবার বিরুদ্ধে হত্যা মামলা করেন।

দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রবিউল ইসলাম বলেন, সব সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং ২৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। রাষ্ট্রপক্ষ মনে করছে, ন্যায়বিচার হয়েছে।

 

মন্তব্য করুন


Link copied