নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাকে স্বাগত জানাতে শুধুমাত্র বগুড়া থেকেই লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন।
আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর ৩০০ ফিটে সমাবেশস্থলে উপস্থিত গণমাধ্যমকর্মীদের এই কথা জানান বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাহালু-নন্দীগ্রাম আসনে ধানের শীষের প্রার্থী মোশারফ হোসেন। এসময় বগুড়া থেকে আসা বগুড়া জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মোশারফ হোসেন বলেন, প্রিয় নেতা জনাব তারেক রহমানকে স্বাগত জানাতে আমরা বগুড়া থেকে লক্ষাধিক নেতাকর্মী এসেছেন। আমরা বগুড়াবাসী বিগত দিনের কর্মসূচি সফল করেছি, আগামীকালকের কর্মসূচিও সফল করেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য, দীর্ঘদিন নির্বাসিত জীবনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে তাকে একনজর দেখা ও তার কথা শোনার জন্য সারাদেশ থেকেই নেতাকর্মীরা ঢাকায় সমবেত হচ্ছেন।