মো. হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে; দূণীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস দিয়ে আমাদের এই সমাজ ভরে গিয়েছে। এখন আর এক গ্রুপ চাঁদাবাজি করতেছে। সিস্টেম একই রয়ে গেছে শুধু মানুষ পাল্টায় গেছে। আমরা বলছি গণঅভ্যুত্থানে যে মানুষ পাল্টাইলে হবে না। সিস্টেম পাল্টাইতে হবে। ফলে সিস্টেম পাল্টানোর লাড়াই জাতীয় নাগরিক...