আর্কাইভ  শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ● ১৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: দিনাজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২       লালমনিরহাটে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত       রংপুরে জমজমাট গ্রীষ্মকালীন কবিতা উৎসব        দিনাজপুরে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড: আগুনে ভস্মীভূত চারটি যানবাহন       শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে প্রজ্ঞাপন জারি      

 width=
 

নীলফামারীতে সাংস্কৃতিক উৎসবের পুরস্কার বিতরন

বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৭, বিকাল ০৭:১২

    ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৬ ফেব্রুয়ারী॥ বর্নাঢ্য  নীলফামারী দ্বিতীয় সাংস্কৃতিক উৎসব/২০১৭ পুরস্কার বিতরনীর মধ্যে দিয়ে সমাপনী ঘটছে। বুধবার (১৫ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১১টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি। শিল্পকলা অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জাকীর হোসেন। এ সময় প্রধান অতিথি সহ অন্যান্যরা নীলফামারী দ্বিতীয় সাংস্কৃতিক উৎসব/২০১৭ এর স্মরনিকা বইয়ের উম্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন কলকাতা হতে আগত নীলফামারী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র  নিশীত কুমার ব্যানার্জি, পুলিশ সুপার জাকির হোসেন খাঁন, পৌর মেয়র দেওয়ানকামাল আহমেদ, আঃলীগের সাধারন সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু,  সদর উপজেলার  ইউএনও শেখ মুহাঃ বেলায়েত হোসেন, নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলার আহবায়ক আহসান রহিম মঞ্জিন ও শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার কে এম আরিফউজ্জামান। সমাপনী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে সদর উপজেলার বাছাইকৃত সাংস্কৃতিক শিল্পীবৃন্দ। উৎসবে  শিল্পকলা একাডেমি চত্বরে প্রদর্শিত করা হয় বিভিন্ন আলোকচিত্রের তোলা স্থিত চিত্র। আলোকচিত্রে দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার তাহমিন হক ববী, ফটোগ্রাফার রাজা আসলাম, রূপম মহসিন রেজা, সৌরভ,শ্যামল ও সাগর সহ ৭ জনের কৃষি,নদী মাতৃক ও প্রকৃতির উপর ৬০টি ছবি স্থান পেয়েছিল। এসব আলোকচিত্র গ্রাহকদের প্রতিজনকে একটি করে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ যে গত ২৩ জানুয়ারী বিকালে এই উৎসয শুরু হয়েছিল। উৎসবে এ জেলার ছয় উপজেলার সাংস্কৃতি শিল্পীরা অংশ নেন ২৮ জানুয়ারী পর্যন্ত। এরপর বুধবার রাতে বাছাইকৃত শিল্পীদের সঙ্গীত,নৃত্য,নাটক,কবিতা  পরিবেশন ও পুরস্কার বিতরনের মধ্যে দিয়ে উৎসেব সমাপনী ঘটে।                

মন্তব্য করুন


 

Link copied