আর্কাইভ  শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ● ১৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: দিনাজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২       লালমনিরহাটে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত       রংপুরে জমজমাট গ্রীষ্মকালীন কবিতা উৎসব        দিনাজপুরে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড: আগুনে ভস্মীভূত চারটি যানবাহন       শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে প্রজ্ঞাপন জারি      

 width=
 

ফাগুনের মোহনায় আজ বসন্ত

মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৮, সকাল ০৭:৩৫

ডেস্ক: এসছে হৃদয় জাগানো ফাগুন। ফাগুনের মোহনায় আজ আগুন রঙে বসন্ত। ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত। তিনি যে আসবেন, আসছেন— তার আভাস বেশ কিছুদিন হলো প্রকৃতি জানান দিয়ে যাচ্ছে। মাঘের শেষ বেলায় এসে তাই শীতল হাওয়ার পাশাপাশি খানিকটা বাসন্তি উষ্ণতাও টের পাওয়া যাচ্ছে। শীতল হাওয়ার সাথে উষ্ণতার পরশ তাই যেন কানে চুপিচুপি এসে বলে যায়— দখিন দুয়ার খোলো, আমি আসছি। অতঃপর ফুলে ফুলে ঢলে ঢলে, হরেক রঙে মন মাতিয়ে তিনি এলেন! হ্যাঁ, আর ঢাক গুড়গুড় নয়, ষড়ঋতুর বাংলায় মহাসাড়ম্বরে ঋতুরাজের আনুষ্ঠানিক অভিষেক ঘটছে আজ। কারণ বাংলা দিনপঞ্জির পাতায় আজ পয়লা ফাল্গুন। শুরু হলো বসন্ত ১৪২৪। কবির ভাষা ধার করে তাই এখন কণ্ঠে গীত হোক— ‘আজি বসন্ত জাগ্রত দ্বারে।/ তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে/ কোরো না বিড়ম্বিত তারে।/ আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো,/ আজি ভুলিয়ো আপনপর ভুলিয়ো।’ বসন্তের মাতাল হাওয়ায় আজ হৃদয়দল তো অবশ্যই খুলেছে। আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবসে নিশ্চয় আরও খোলতাই হবে সেই হৃদয়। তবে এর আগে বসন্তের এই মাতাল সমীরণ উৎসবের বার্তা ছড়িয়ে দিয়েছে চারিদিকে। এ উপলক্ষে প্রকৃতি এখন যেমন সাজসাজ রব, তেমনি জনমনেও আজ বসন্তের অনুপম আভা। শাড়ি আর পাঞ্জাবির বাসন্তী রঙে তাই আজ সকাল থেকেই রাঙা হবে নগরী। ‘ওরে ওরে ওরে আমার মন মেতেছে, তারে আজ থামায় কে রে...’ এমন সব গানের মধ্য দিয়ে কেউ গুনগুন করে, কেউবা সরবে যার যার অবস্থান থেকে বসন্তকে বরণ করে নেবেন নতুন করে।

মন্তব্য করুন


 

Link copied