আর্কাইভ  শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ● ১৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: দিনাজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২       লালমনিরহাটে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত       রংপুরে জমজমাট গ্রীষ্মকালীন কবিতা উৎসব        দিনাজপুরে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড: আগুনে ভস্মীভূত চারটি যানবাহন       শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে প্রজ্ঞাপন জারি      

 width=
 

রংপুরে ৫০০ এতিম পরিবারের শিক্ষা ও জীবনমান উন্নয়নে কর্মসূচি

রবিবার, ২০ মে ২০১৮, রাত ১০:০৬

মমিনুল ইসলাম রিপন: রংপুরের কাউনিয়া উপজেলায় ৫০০ এতিম পরিবারের শিক্ষা ও জীবনমান উন্নয়নে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতিমদের এবং তাদের পরিবারের সামাজিক মর্যাদা ও নিরাপত্তা পুনস্থাপনের মাধ্যমে টেকসই নিশ্চিত করার লক্ষ্যে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ ‘আলো’ প্রকল্পের আওতায় চার বছর মেয়াদি এ কর্মসূচি হাতে নিয়েছে। রোববার রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভায় এসব তথ্য তুলে ধরেন ইসলামিক রিলিফ বাংলাদেশ এর আলো প্রকল্পের সমন্বয়কারী খাবিরুল হক কামাল। জেলা প্রশাসক এনামুল হাবীবের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ছন্দা পাল, সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, জাতীয় ও আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ, ইসলামিক রিলিফ বাংলাদেশ এর শিশু কল্যাণ বিভাগের ব্যবস্থাপক মনিরুজ্জামান, জেলা প্রকল্প ব্যবস্থাপক আকরামুজ্জামান স্বাধীন। আলো প্রকল্পের সমন্বয়কারী খাবিরুল হক কামাল জানান, সংস্থার বাস্তবায়নাধীন কর্মসূচীসমুহের মধ্যে শিশু কল্যাণ কর্মসূচী অন্যতম। এই কর্মসূচীর আওতায় বর্তমানে ৭ হাজার এতিম শিশুর পড়াশোনা এবং পরিবারের উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করছে। এরই ধারাবাহিকতায় সংস্থার মাল্টি সেক্টরাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় ইসলামিক রিলিফ বাংলাদেশ রংপুরের কাউনিয়া উপজেলার ৫০০ এতিম পরিবারের শিক্ষা ও জীবনমান উন্নয়নে আলো প্রকল্প নামে বেশকিছু কর্মসূচি হাতে নিয়েছে। খাবিরুল হক কামাল বলেন, যেহেতু আমরা সামাজিকভাবে প্রতিক্রিয়াশীলতায় একটি বিশ্বাস ভিত্তিক সংস্থা, আমরা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোন রকমের বৈষম্য করি না। যার ফলে আমরা একটি অবৈষম্যমূলক প্রকল্প উন্নয়ন করেছি যা এতিম এবং তার পরিবারকে সাহায্য ও আয়কে তরান্বিত করবে।

মন্তব্য করুন


 

Link copied