আর্কাইভ  শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ● ১৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: দিনাজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২       লালমনিরহাটে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত       রংপুরে জমজমাট গ্রীষ্মকালীন কবিতা উৎসব        দিনাজপুরে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড: আগুনে ভস্মীভূত চারটি যানবাহন       শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে প্রজ্ঞাপন জারি      

 width=
 

রংপুরে পুলিশী বাঁধায় নিপীড়ণ বিরোধী সমাবেশ পন্ড

শুক্রবার, ৬ জুলাই ২০১৮, রাত ১০:৩৯

খবর বিজ্ঞপ্তি: কোটা সংস্কারের দাবীতে চলমান আন্দোলনে ছাত্রলীগের বর্বরোচিত হামলার প্রতিবাদে শুক্রবার বিকেল ৪ টায় রংপুর প্রেসক্লাব চত্বরে নিপীড়ন বিরোধী ছাত্র-শিক্ষক- অভিভাবক বৃন্দের নির্ধারিত সমাবেশ দফায় দফায় পুলিশী হামলা ও বাঁধার কারণে পন্ড হয়ে গেছে। নির্ধারিত সময়ে সমাবেশ শুরুর পূর্ব হতেই ব্যাপক সংখ্যক দাঙ্গা পুলিশ প্রেসক্লাব চত্বরে অবস্থান নিয়ে জমায়েত ছত্রভঙ্গ করে দিতে থাকে। এ সময় পুলিশ সমাবেশের মাইক ফিরিয়ে দেন। পুলিশী বাঁধার মুখে সমাবেশকারীরা প্রেসক্লাব চত্বরে দাঁড়ানোর চেষ্টা করলে পুলিশ তাদের ব্যানার কেড়ে নেয় এবং সমাবেশ পন্ড করে দেওয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের উপর চড়াও হয়ে ধাক্কাধাক্কি শুরু করে। এ সময় পুলিশী বাঁধা উপেক্ষা করে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা কমিটির সদস্য পলাশ কান্তি নাগ, ছাত্র ফেডারেশনের নেতা প্রত্যয়ী মিজান প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, "হামলা- নির্যাতন ও গ্রেফতার করে শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত আন্দোলন দমানো যাবে না। " নেতৃবৃন্দ, শান্তিপূর্ণ সমাবেশ পন্ড করতে পুলিশের নগ্ন হামলা ও বাঁধার তীব্র নিন্দা জানান।  কোটা সংস্কারের চলমান আন্দোলনে ছাত্রলীগের বর্বরোচিত হামলার বিচার, গ্রেফতারকৃত ছাত্রনেতাদের নিঃশর্ত মুক্তি ও কোটা সংস্কারের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

মন্তব্য করুন


 

Link copied