আর্কাইভ  শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ● ১৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: দিনাজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২       লালমনিরহাটে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত       রংপুরে জমজমাট গ্রীষ্মকালীন কবিতা উৎসব        দিনাজপুরে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড: আগুনে ভস্মীভূত চারটি যানবাহন       শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে প্রজ্ঞাপন জারি      

 width=
 

ছাত্রীর সাথে অবৈধ মেলামেশা; প্রধান শিক্ষকের জামিন না মঞ্জুর

বৃহস্পতিবার, ৯ আগস্ট ২০১৮, রাত ১০:২৩

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে জামদানী গ্রামের হতদরিদ্র পরিবারের এক কলেজ ছাত্রীর সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে অবৈধ মেলামেশা করার অভিযোগে থানায় মামলা হলে জামদানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলাম সাবুর গতবার বুধবার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। পুলিশ ও মামলার বিররণে জানা গেছে গত ২১শে এপ্রিল জনৈক এক কলেজ ছাত্রী বিয়ের দাবীতে প্রেমিক প্রধান শিক্ষকের বাড়িতে অবস্থান নিলে প্রেমিক শিক্ষক ও তার পরিবারের লোকজন ছাত্রীটিকে মারধর এবং টেনে-হেঁচড়ে বাড়ি থেকে বের করে দেয়। ঘটনাটি উপজেলার রামনাথপুর ইউনিয়নের জামদানী গ্রামে ঘটেছে। এলাকাবাসী ও কলেজ ছাত্রী জানায়, জামদানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলাম সাবু ও একই গ্রামের কলেজ ছাত্রীর সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিক শিক্ষক মমিনুল একাধিক দিন ওই ছাত্রীকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে দেহমিলনে বাধ্য করেছে। স¤প্রতি সর্বহারা ওই ছাত্রীটি মমিনুলকে বিয়ের জন্য চাপ দিলে সে নানা টালবাহনা করতে থাকে। এব্যাপারে পীরগঞ্জ থানায় মামলা হলে প্রধান শিক্ষক মমিনুল ইসলাম সাবু হাইকোর্ট থেকে জামিনে আসলে গত বুধবার আদালত তার জামিন না মঞ্জুর করে। এ ব্যাপারে সহকারী প্রধান শিক্ষক মোকলেছুর রহমান তারা মিয়া জানান স্যারকে আটক করা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট সহকারী শিক্ষা অফিসারকে অবগত করেছি। এ বিষয়ে শিক্ষা অফিসার জোবায়দা রওশন জাহান জানান গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় পরিদর্শন করে হাজিরা খাতায় ওই শিক্ষকের অনুপস্থিত দেখিয়াছি, তবে বিষয়টি উদ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যথাযথ ব্যবস্থা নিব।

মন্তব্য করুন


 

Link copied