আর্কাইভ  শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ● ১৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: দিনাজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২       লালমনিরহাটে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত       রংপুরে জমজমাট গ্রীষ্মকালীন কবিতা উৎসব        দিনাজপুরে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড: আগুনে ভস্মীভূত চারটি যানবাহন       শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে প্রজ্ঞাপন জারি      

 width=
 

পঞ্চগড়ে ৫৬ বিজিবির বিওপি এলাকায় ত্রাণ বিতরন

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০, রাত ০৮:৩১

বিশেষ প্রতিনিধি॥ করোনা ভাইরাস পরিস্থিতিতে খাদ্য সংকটে পড়া অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন নীলফামারী ৫৬ বিজিবি। তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার(৩০ এপ্রিল/২০২০) সকাল হতে দুপুর পর্যন্ত বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগীতায় নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মামুনুল হকের দিক নির্দেশনায় নীলফামারী ৫৬ বিজিবি অধীনস্থ পঞ্চগড় সদর উপজেলা ও তেঁতুলিয়া উপজেলার বিওপি সমূহে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। কোম্পানী কমান্ডার, বিওপি কমান্ডার এবং স্থানীয় জনপ্রতিনিধি এর উপস্থিতিতে মাগুরমারী কোম্পানীর অধীনস্থ বিওপিতে ১৩০টি, ঘাগড়া কোম্পানীর অধীনস্থ বিওপিতে ২০৫টি এবং শিংরোড কোম্পানীর অধীনস্থ বিওপিতে ১৪৫টি সহ মোট ৪৮০টি দুস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল ৬ কেজি, ডাল এক কেজি, সয়াবিন তেল হাফ লিটার, দুই কেজির আটা প্যাকেট একটি, সুজি ২৫০ গ্রাম, হাফ কেজি লবন, একটি বিস্কুট প্যাকেট। উল্লেখ যে, বিদ্যানন্দ ফাউন্ডেশনের রংপুর শাখার সহযোগীতায় এক হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে নীলফামারী ৫৬ বিজিবি। এর আগে গত ২৭ এপ্রিল নীলফামারী জেলার ডোমার চিলাহাটী ও পঞ্চগড় জেলার বোদা উপজেলার সীমান্ত গ্রামে ৫৬ বিজিবির আওতাধীন বিওপিগুলিতে ৪৪৭টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। অবশিষ্ট ৭৩ প্যাকেট ব্যাটালিয়ন সদরের পার্শ্ববর্তী দুস্থ পরিবারের মাঝে বিতরন করা হবে।

মন্তব্য করুন


 

Link copied