আর্কাইভ  শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ● ১৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: দিনাজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২       লালমনিরহাটে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত       রংপুরে জমজমাট গ্রীষ্মকালীন কবিতা উৎসব        দিনাজপুরে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড: আগুনে ভস্মীভূত চারটি যানবাহন       শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে প্রজ্ঞাপন জারি      

 width=
 

তাসকিন ঝড়ে ১০৫ রানে গুটিয়ে গেল ভারত

মঙ্গলবার, ১৭ জুন ২০১৪, বিকাল ০৬:০১

প্রথম ম্যাচে বাংলাদেশকে সাত উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে যায়  ভারত। কিন্তু দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে  যদিও শুরুটা ভালো হলো না টিম ইন্ডিয়ার। টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশে। প্রথম ওভারের প্যাভিলিয়নে ফিরে যান অজিঙ্ক রাহানে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচের ওভার সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে।  ৪১ ওভারের ম্যাচ হবে । কিন্তু, প্রথম ম্যাচের মতো এদিনও ম্যাচে থাবা বসায় বৃষ্টি। ৫.২ ওভারের পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। ম্যাচ বন্ধ হওয়ার সময় ভারতের রান এক উইকেটে  ১৪। আজ দলে জায়গা ভারতের হয়নি মনোজ তিওয়ারির।  খেলা আবার শুরু হয়েছে।  সাত ওভারের শেষে ভারতের সংগ্রহ এক উইকেটে ২০ রান ছিল।  তারপর অবশ্য বেকায়দায় পড়ে গেছে ভারত। সুরেশ রায়না ২৭ রানে  রান আউট হয়ে যান। সাহা ৫ রানে মাশরাফির এলডাব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন। প্যাটেল ৮ রানে আল আমিনের শিকার হন। উথাপ্পা, পুজারা, রাইড়ু, বিনি, মিশ্রাকে একাই ফেরান তাসকিন।  তাসকিন ৮ ওভার বল করে ২৮ রানে ৫ উইকেট নিয়েছেন। মাশরাফি ৩৫ রানে দুই উইকেট ও আল আমিন একটি উইকেট নিয়েছেন। শেষ উইকেট টি নিয়েছেন নাসির হোসেন। ২৫ ওভার ৩ বলে সব কটি উইকেট হারিয়ে ভারতের ১০৫ সংগ্রহ রান।

মন্তব্য করুন


 

Link copied