আর্কাইভ  শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ● ১৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: দিনাজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২       লালমনিরহাটে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত       রংপুরে জমজমাট গ্রীষ্মকালীন কবিতা উৎসব        দিনাজপুরে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড: আগুনে ভস্মীভূত চারটি যানবাহন       শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে প্রজ্ঞাপন জারি      

 width=
 

উত্তরজনপদে ফের কাঁপাচ্ছে ঠান্ডা

শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০১৪, রাত ০৯:১১

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২৬ ডিসেম্বর॥ সপ্তাহখানের বিরতির পর ক্রিকেটের স্টাইলে শীতের তুখোড় ব্যাটিং যেন নতুনভাবে শুরু হলো উত্তরজনপদের নীলফামারী সহ রংপুর দিনাজপুরের আট জেলা জুড়ে। উত্তরে হাওয়ায় শীতের ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে লাগামহীন হয়ে পড়েছে জনজীবন। কাঁপছে মানুষ,কাঁপছে পশুপাখি। ঠান্ডার জোড়ে হাত পা কুঁকড়ে যাচ্ছে। বৃহস্পতিবার রাত থেকেই ঠান্ডার প্রকপ বাড়তে থাকে। অকাশে মেঘের চালে শুক্রবার দিনভর দেখা মেলেনি সূর্য্যি মামা। হিমালয়ের বরফ ছোয়া আর ভারতের দার্জিলিং এর তুষারপাত থেকে বয়ে আসা কনকনে ঠান্ডা হাওয়াই যেন বাংলাদেশের এ অঞ্চল কে কাবু দিয়েছে। ফলে দ্রুত নামছে তাপমাত্রা। কোথাও সর্বনি¤œ তাপমাত্রা চলতি সময়ের স্বাভাবিকের থেকে চার ডিগ্রি সেলসিয়াস নেমে গিয়ে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতির সৃষ্টি করেছে। শীতকালে সর্বনি¤œ তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রির বেশি নামলে আবহবিজ্ঞানের পরিভাষায় সেটাকে বলে শৈত্যপ্রবাহ। সেই ঠান্ডা বাতাস ঢুকে পড়েছে। উত্তরের রংপুর ও দিনাজপুরের আট জেলার আবাহাওয়া বিরাজ করে থাকে হিমালয়ের বরফ ছোয়া হিম বাতাসের প্রতিফলনে। তিস্তা করতোয়া,মহানন্দা,বক্ষ্মপুত্র, নদী বেষ্ঠিত গ্রাম ও চর গুলোর মানুষের অবস্থা বড়ই করুন। শীতের তীব্রতায় বয়বৃদ্ধরা নিদারুন কষ্টভোগ করছেন। নীলফামারীর ডিমলা ও রংপুরের গঙ্গাচড়া, গাইবান্ধার সাঘাটার তিস্তাপাড়ের মানুষজনের অবস্থা বড় করুন। নদী বেষ্টিত দ্বীপচর, ও গ্রামের মানুষজন শীতের অক্টোপাসে ত্রাহী অবস্থা বলে জানালেন ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ। তিস্তার বাঁধের উপর বাঁশের চাটির ঘেরা ভাঙ্গা ঘরে বসবাস করেন ষাটার্ধো বৃদ্ধ বশির উদ্দিন বললেন ঘরের ভাংগা চাটি দিয়ে হু-হু করে বাতাস ঢুকে ঘরে। ঘুমাবার পারিনা। গতবছর একখান কম্বর পাইছুনু তা দিয়া শীত নিবারন হয়না। পূর্ব ছাতনাই ইউনিয়নের মৃত ছলেমুদ্দিন মুন্সির পুত্র সোহরাব আলী (৭৫) জানায় আমরা গরিব মানুষ শীতের কাপড় না থাকায় আগুন তাপিয়ে শীত দূর করছি। এদিকে নীলফামারীর সৈয়দপুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ডক্টরস অ্যান্ড স্টুডেন্টস অব সৈয়দপুর নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ফেইসবুকের মাধ্যমে নিয়ন্ত্রিত সংগঠনটি বৃহস্পতিবার সৈয়দপুর মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের হাতে গরমের ৫০টি কম্বল তুলে দেয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপেক্স ও ৫০ শয্যা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ইমরান হাসান, ডা. মুক্তাকিম রহমান, ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী পাপড়ি হোসেন, রাজশাহী মেডিকেল কলেজের সাজদা আনোয়ার, ময়মনসিংহ মেডিকেল কলেজের নঈম উদ্দিন প্রমুখ।

মন্তব্য করুন


 

Link copied