আর্কাইভ  মঙ্গলবার ● ৫ আগস্ট ২০২৫ ● ২১ শ্রাবণ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ৫ আগস্ট ২০২৫
পাঁচ দিনে গোপন করা হয় ৩২২ মৃত্যুর তথ্য

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান
পাঁচ দিনে গোপন করা হয় ৩২২ মৃত্যুর তথ্য

রাস্তায় নেমে এসেছিলেন বাবা-মাও

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান
রাস্তায় নেমে এসেছিলেন বাবা-মাও

জুলাই ঘোষণাপত্র পাঠ আজ, দিনব্যাপী যত আয়োজন

জুলাই ঘোষণাপত্র পাঠ আজ, দিনব্যাপী যত আয়োজন

গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুত মঞ্চ

গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুত মঞ্চ

বেরোবির পরিবেশ শিক্ষার্থীদের জন্য কতটা স্বাস্থ্যকর?

শনিবার, ২ আগস্ট ২০২৫, সকাল ০৮:০২

Advertisement

একটি বিশ্ববিদ্যালয় শুধু পাঠদানের জায়গা নয়, এটি একটি জীবন্ত পরিবেশ।

তাই এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অত্যাবশ্যকীয়। কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে দেখা যায় ভিন্ন চিত্র। দুঃখজনক হলেও এখানে নেই পর্যাপ্ত ডাস্টবিনের ব্যবস্থা এবং না আছে তদারকির ব্যবস্থা। যার ফলে ক্যাম্পাস ঘুরলে যেখানে সেখানে দেখা যায় এমন ময়লার স্তুপ। চিত্রটি মেডিকেল সেন্টারের পশ্চিম পাশ ও ক্যাফেটেরিয়ার দক্ষিণ পাশের যার পাশ দিয়ে গেছে দেবদারু রোড।

ক্যাফেটেরিয়া এবং মেডিকেল সেন্টার—এই দুটি স্থান শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে সরাসরি জড়িত। অথচ এরকম একটা সংবেদনশীল জায়গার অবস্থা জীর্ণশীর্ণ হয়ে আছে। বিশ্ববিদ্যালয়ের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সাধারণত এটাই একটি বিশ্ববিদ্যালয়ের চিত্র হওয়ার কথা। কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াতে খেতে বসলে দেখা যায় আশপাশ থেকে পচা গন্ধ আসে। শুধু সেখানেই নয় বিশ্ববিদ্যালয় ঘুরলে আরও বিভিন্ন জায়গায় এরকম ময়লার স্তুপ দেখতে পাওয়া যায়। যা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকর পরিবেশকে বিঘ্নিত করে। পরিচ্ছন্নতা রক্ষার জন্য প্রশাসনের পদক্ষেপ নেওয়া জরুরি।

নিয়মিত তদারকি, পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ, সচেতনতামূলক পোস্টার, পর্যাপ্ত ডাস্টবিনের ব্যবস্থা করা ও বর্জ্য ব্যবস্থাপনা হয়তো এই চিত্র বদলে দিতে পারে।

লেখক: শিক্ষার্থী, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।

মন্তব্য করুন


Link copied