আর্কাইভ  মঙ্গলবার ● ৫ আগস্ট ২০২৫ ● ২১ শ্রাবণ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ৫ আগস্ট ২০২৫
পাঁচ দিনে গোপন করা হয় ৩২২ মৃত্যুর তথ্য

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান
পাঁচ দিনে গোপন করা হয় ৩২২ মৃত্যুর তথ্য

রাস্তায় নেমে এসেছিলেন বাবা-মাও

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান
রাস্তায় নেমে এসেছিলেন বাবা-মাও

জুলাই ঘোষণাপত্র পাঠ আজ, দিনব্যাপী যত আয়োজন

জুলাই ঘোষণাপত্র পাঠ আজ, দিনব্যাপী যত আয়োজন

গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুত মঞ্চ

গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুত মঞ্চ

জুলাই বিপ্লবের শহীদ আহত এবং অংশ গ্রহণ কারীদের স্পিরিট বাস্তবায়ন না হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় : রংপুর বিভাগীয় কমিশনার

মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, দুপুর ১১:৪০

Advertisement

মমিনুল ইসলাম রিপন রংপুর।। জুলাই আন্দোলনে শহীদ এবং আহতসহ অংশগ্রহণকারী ছাত্র-জনতার স্পিরিট বাস্তবায়ন করার না গেলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম। 

মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় রংপুর মহানগরীতে নবনির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্প মাল্য অর্প শেষে এই মন্তব্য করেন তিনি। তার পাশাপাশি শহীদ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্প মাল্য অর্পণ করেন রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, এসি মোহাম্মদ রবিউল ফয়সাল, এসপি মুহাম্মদ আবু সাযইসহ জেলা ও বিভাগীয় প্রশাসনের বিভিন্ন কর্তা ব্যক্তিরা। পরে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ। 

পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিভাগীয় কমিশনার। বলেন যে বৈষম্যহীনতার বিরুদ্ধে জুলাই বিপ্লব সংঘঠিত হয়েছে।  তা বাস্তবায়ন করতে হবে। প্রশাসনের সব পর্যায়ে জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত করতে হবে। প্রশাসন প্রতিষ্ঠার সংস্কার এবং বিচার নিশ্চিতের মাধ্যমে শহীদদের আকাঙ্ক্ষাকে সম্মান জানাতে হবে। 

পরে রংপুর শিল্পকলা একাডেমী মিলানতানে শহীদ পরিবার আহত যোদ্ধাদের  সম্মেলন,দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতি তো করেন ডিসি মোঃ রবিউল ফয়সাল। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার শহীদুল ইসলাম এবং এসপি আবু সাইম। এতে শহীদ পরিবার আহত জুলাই যোদ্ধা এবং সম্মুখ জুলাই যোদ্ধারা অংশ নেন।

মন্তব্য করুন


Link copied