নিউজ ডেস্ক: কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্য কুমরপুর সপপাড়া গ্রামের নবিবর গং প্রভাবশালীর হাতে এক অসহায় পরিবার মারপিটের স্বীকার হয়ে হাসপাতালে মুমূর্ষু অবস্থায়। অর্থের অভাবে ১ বছরে শিশুসহ বৃদ্ধের সুচিকিৎসা মিলছে না। এমতাবস্থায় হতাশায় ভুগছেন ভুক্তভোগী পরিবার ...