নিউজ ডেস্ক: ব্যবসায়ী আসাদুর রহমানের সঙ্গে লিপি আক্তারের (৩৫) দাম্পত্য জীবন এক দশকের। তাদের পুত্রের বয়স (৯) আর কন্যার (৬)। লিপি অধিকাংশ সময় ফেসবুকের মেসেঞ্জারের খুদে বার্তা আদানপ্রদানে সময় কাটান। ঘর-সংসারে মন নেই। কিছুদিন আগে তাদের মেয়েটি ভাঙা কাচের টুকরা দিয়ে হাত কেটে ফেলে। ভয় পেয়ে, ব্যথায় শিশ...