আর্কাইভ  বৃহস্পতিবার ● ১ মে ২০২৫ ● ১৮ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১ মে ২০২৫

ফিরে দেখা ২০২৪: উত্তর বাংলা ফেসবুক পেজে পাঠকেরা বেশি সাড়া দিয়েছেন যেসব খবরে

বুধবার, ১ জানুয়ারী ২০২৫, রাত ০৩:০৯

Advertisement

উত্তর বাংলা ডেস্ক : বছরের শেষদিন আজ। রাজনীতিসহ নানা ঘটনায় এ বছর ছিল উত্তাল। ২০২৪ সালে আমাদের পাঠকেরা সবচেয়ে বেশি সাড়া দিয়েছেন যেসব খবরে, তা নিয়ে এ আয়োজন। ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে বাংলাদেশি জাহাজের নাবিকদের জিম্মির ঘটনা ছিল বছরের শুরুর দিকের সবচেয়ে আলোচিত ঘটনা। এরপর জুলাই–আগস্টের কোটা সংস্কার আন্দোলন ও শেখ হাসিনা সরকারের পতনের খবরগুলোতেও ব্যাপক আগ্রহ ছিল ফেসবুকের পাঠকদের। অন্তর্বর্তী সরকারের শুরুর দিকে ভারতে ইলিশ রপ্তানির খবরও ছিল আলোচনায়। বিশ্বে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গুলি, মার্কিন নির্বাচন, সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের ঘটনা ছিল আলোচিত।  এসব ছাড়াও ্ফউত্সতর বাংলা ফেসবুক পেজে বছরের সবচেয়ে আলোচিত সংবাদ দেখে নিতে পারেন এখান থেকে।

ডিসেম্বর: ২৯ বছর মসনদে থাকা বাবার হাতেই উত্থান বাশারের, ক্ষমতায় টিকলেন দুই যুগ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদফাইল ছবি: রয়টার্স

গাজা, লেবানন আর ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্ববাসী যখন সরব, ভুগছেন উদ্বেগ-উৎকণ্ঠায়; তখন নতুন করে আলোচনায় সিরিয়া।সিরিয়ার কথা বলতে গেলে অবধারিতভাবে আসবে আল-আসাদ পরিবারের কথা। কেননা, টানা পাঁচ দশকের বেশি সময় ধরে সিরিয়া শাসন করেছে পরিবারটি।

লন্ডনে শেখ হাসিনার ভার্চ্যুয়াল সমাবেশে সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী-সংসদ সদস্যরা

যুক্তরাজ্যের লন্ডনে শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশের দর্শকসারিতে আব্দুর রহমান (ওপরে বাঁয়ে), শফিকুর রহমান চৌধুরী (ওপরে ডানে), হাবিবুর রহমান হাবিব (নিচে বাঁয়ে) ও কবির বিন আনোয়ার (নিচে ডানে)
যুক্তরাজ্যের লন্ডনে শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশের দর্শকসারিতে আব্দুর রহমান (ওপরে বাঁয়ে), শফিকুর রহমান চৌধুরী (ওপরে ডানে), হাবিবুর রহমান হাবিব (নিচে বাঁয়ে) ও কবির বিন আনোয়ার (নিচে ডানে)ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চ্যুয়াল সমাবেশের দর্শকসারিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যকে দেখা গেছে। সেখানে সাবেক এক মন্ত্রিপরিষদ সচিবকেও দেখা গেছে। 

নভেম্বর: পেঁয়াজের দামে ‘অস্বাভাবিক’ ওঠানামা, এবার তিন দিনে মণে কমল ৮০০ টাকা

কৃষকদের কাছ থেকে পেঁয়াজ কেনার পর আড়তে এনে পরিচর্যা করছেন ব্যাপারিরা। মঙ্গলবার (২৯ অক্টোবর) সাঁথিয়া উপজেলার করমজা চতুরহাট থেকে থেকে তোলা ছবি
কৃষকদের কাছ থেকে পেঁয়াজ কেনার পর আড়তে এনে পরিচর্যা করছেন ব্যাপারিরা। মঙ্গলবার (২৯ অক্টোবর) সাঁথিয়া উপজেলার করমজা চতুরহাট থেকে থেকে তোলা ছবিছবি: প্রথম আলো

দেশে পেঁয়াজের ভান্ডারখ্যাত পাবনার সুজানগর ও সাঁথিয়া উপজেলায় মাত্র তিন দিনের ব্যবধানে পাইকারিতে মণপ্রতি দাম ৮০০ থেকে ৯০০ টাকা কমেছে। এর আগে অবশ্য হঠাৎ করেই তিন–চার দিনে পেঁয়াজের দাম মণে ৮০০ থেকে ১ হাজার টাকা বেড়েছে। পেঁয়াজের দামে এ রকম ওঠানামাকে ‘অস্বাভাবিক’ বলছেন স্থানীয় ব্যাপারী ও কৃষকেরা। 

সেপ্টেম্বর: ভারতে রপ্তানির খবরে আরও বেড়েছে দাম, ইলিশ মধ্যবিত্তের নাগালের বাইরে

ইলিশের দাম চড়া। রোববার সকালে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে
ইলিশের দাম চড়া। রোববার সকালে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রেছবি: প্রথম আলো

ইলিশের মৌসুম শেষ হওয়ার পথে। অথচ দেশের নদ-নদীতে ইলিশ যেন একেবারেই অধরা। সাগরে অবশ্য কিছু ইলিশ মিলছে, তবে তা প্রত্যাশিত না হওয়ায় এবার শুরু থেকেই দাম ছিল আকাশচুম্বী। এরই মধ্যে ভারতে রপ্তানির খবরে ইলিশের দাম আরও বেড়েছে। তাই মধ্য ও নিম্নবিত্তের নাগালের বাইরে চলে গেছে জাতীয় মাছ ইলিশ।

আগস্ট: পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনাফাইল ছবি: বাসস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকারের পদত্যাগের এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। পদত্যাগ করে বেলা আড়াইটার দিকে থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। তাঁর সঙ্গে ছোট বোন শেখ রেহানা ছিলেন। হেলিকপ্টারটি ভারতের উদ্দেশ্যে ছেড়ে গেছে বলে জানা গেছে। 

শেষ সময়েও বলপ্রয়োগ করে থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

শেষ সময়েও অতিরিক্ত বলপ্রয়োগ এবং আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা। দেশ ছাড়ার আগে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে প্রায় এক ঘণ্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন তিনি।

ছররা গুলিতে দুই চোখের আলো নিভে গেল বিশ্ববিদ্যালয়ছাত্র মিরাজের

গুলিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় চোখে দেখতে পাচ্ছেন না চুয়াডাঙ্গার বিশ্ববিদ্যালয়ছাত্র আল-মিরাজ। মুখে তুলে ভাত খাওয়াচ্ছেন মা বিলকিছ খাতুন
গুলিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় চোখে দেখতে পাচ্ছেন না চুয়াডাঙ্গার বিশ্ববিদ্যালয়ছাত্র আল-মিরাজ। মুখে তুলে ভাত খাওয়াচ্ছেন মা বিলকিছ খাতুনছবি: প্রথম আলো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ছররা গুলিতে দুই চোখের আলো নিভে গেছে বিশ্ববিদ্যালয়ছাত্র আল-মিরাজের। ঢাকায় টানা দুই সপ্তাহের চিকিৎসা শেষে চক্ষুবিশেষজ্ঞরা এমনটিই জানিয়েছেন বলে মিরাজের পরিবার জানিয়েছে। তবে রেটিনা ও কর্নিয়া প্রতিস্থাপনের মাধ্যমে অন্তত একটি চোখে দৃষ্টিশক্তি ফেরার আশার কথাও জানিয়েছেন চিকিৎসকেরা।

জুলাই: ‘আমার তো সব শেষ হয়ে গেছে’

আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষের সময় নিহত হওয়া মোহাম্মদ ফারুকের স্ত্রী সীমা আক্তার ( কালো ওড়না) ও স্বজনদের আহাজারি।  আজ সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে
আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষের সময় নিহত হওয়া মোহাম্মদ ফারুকের স্ত্রী সীমা আক্তার ( কালো ওড়না) ও স্বজনদের আহাজারি। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনেছবি : সৌরভ দাশ

‘ছবি তুলে আর কী করবেন। প্রশাসন চাইলে কি এসব বন্ধ করতে পারত না? আমার তো সব শেষ হয়ে গেছে।’ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে লাশঘরের সামনে বসেছিলেন সীমা আকতার। সাংবাদিকদের ছবি তুলতে দেখে হঠাৎ প্রশ্ন ছুড়ে দেন তিনি। 

‘স্যার! এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার, স্যার!’

নিহত আবু সাঈদ। হাতে ও মাথায় জাতীয় পতাকা নিয়ে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
নিহত আবু সাঈদ। হাতে ও মাথায় জাতীয় পতাকা নিয়ে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনিছবি: ফেসবুক থেকে নেওয়া

দুটি মৃত্যু। একজন শিক্ষক, অন্যজন ছাত্র। অগ্নিঝরা গণ-অভ্যুত্থানের দিনগুলোয় যখন পাকিস্তানি শাসকের গুলিতে প্রতিনিয়ত রক্ত ঝরছিল স্বাধীনতাকামী ছাত্রদের বুক থেকে, তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক শামসুজ্জোহা ১৯৬৯ সালের ১৭ ফেব্রুয়ারি এক শিক্ষক সভায় বলেছিলেন, ‘আজ আমি ছাত্রদের রক্তে রঞ্জিত। এরপর কোনো গুলি হলে তা ছাত্রকে না লেগে যেন আমার গায়ে লাগে।’ 

গুলিতে ডান কানের ওপরের অংশে ফুটো হয়ে গেছে জানালেন ট্রাম্প

পেনসিলভানিয়ার বাটলারে বাটলার ফার্ম শোতে নির্বাচনী প্রচারে গুলিতে আহত হন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সিক্রেট সার্ভিসের সদস্যরা নিয়ে যাওয়ার সময় ট্রাম্পকে এভাবেই দেখা যায়। ১৩ জুলাই
পেনসিলভানিয়ার বাটলারে বাটলার ফার্ম শোতে নির্বাচনী প্রচারে গুলিতে আহত হন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সিক্রেট সার্ভিসের সদস্যরা নিয়ে যাওয়ার সময় ট্রাম্পকে এভাবেই দেখা যায়। ১৩ জুলাইছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সিক্রেট সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। হামলাকারী গুলি ছোড়ার সঙ্গে সঙ্গেই দ্রুত পদক্ষেপ নেওয়ায় তিনি তাঁদের ধন্যবাদ দেন।

এপ্রিল: ডিজেলের দাম লিটারে বাড়ল এক টাকা, পেট্রল ও অকটেন আড়াই টাকা

ষষ্ঠ দফায় সেপ্টেম্বরের জন্য ঘোষিত দামে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম কমেছে ১ টাকা ২৫ পয়সা। পেট্রল ও অকটেনের দাম কমেছে ৬ টাকা
ষষ্ঠ দফায় সেপ্টেম্বরের জন্য ঘোষিত দামে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম কমেছে ১ টাকা ২৫ পয়সা। পেট্রল ও অকটেনের দাম কমেছে ৬ টাকাফাইল ছবি: রয়টার্স

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ মার্চ থেকে চালু করেছে সরকার। এ হিসাবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। প্রথম দুই দফায় ঘোষিত প্রজ্ঞাপনে কমেছিল জ্বালানি তেলের দাম। 

মার্চ: ‘ফাইনাল কথা, টাকা না দিলে আমাদের একে একে মেরে ফেলতে বলেছে’

‘গোল্ডেন হক’ নামের জাহাজটি বাংলাদেশের কেএসআরএম গ্রুপের বহরে যুক্ত হওয়ার পর এর নাম হয় ‘এমভি আবদুল্লাহ’। জাহাজের ২৩ নাবিক সুস্থ আছেন বলে কেএসআরএম গ্রুপ জানিয়েছে
‘গোল্ডেন হক’ নামের জাহাজটি বাংলাদেশের কেএসআরএম গ্রুপের বহরে যুক্ত হওয়ার পর এর নাম হয় ‘এমভি আবদুল্লাহ’। জাহাজের ২৩ নাবিক সুস্থ আছেন বলে কেএসআরএম গ্রুপ জানিয়েছেছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর প্রধান কর্মকর্তা (চিফ অফিসার) মো. আতিক উল্লাহ খান গতকাল মঙ্গলবার মাগরিবের পর মুঠোফোনে তাঁর স্ত্রীর কাছে একটি অডিও বার্তা পাঠিয়েছেন। অডিও বার্তাটি প্রথম আলোর হাতে এসেছে। 

ফেব্রুয়ারি: বাসের সুপারভাইজার হিসেবে কাজের অভিজ্ঞতা যেভাবে বিসিএসের ভাইভাতেও কাজে লাগল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের স্নাতক আব্দুল আউয়াল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের স্নাতক আব্দুল আউয়ালছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের স্নাতক আব্দুল আউয়ালের একটি ফেসবুক পোস্ট হয়তো আপনারও চোখে পড়েছে। স্রেফ শখ পূরণের জন্যই কয়েক মাসের জন্য দূরপাল্লার বাসের সুপারভাইজার হয়েছিলেন তিনি। 

জানুয়ারি: শাবানার সঙ্গে মিশার দেখা, যা যা রান্না করে খাওয়ালেন নায়িকা

শাবানা ও মিশা সওদাগর
শাবানা ও মিশা সওদাগর

বাংলাদেশি চলচ্চিত্রের অভিনেত্রী শাবানা দীর্ঘ সময় ধরে দেশে থাকেন না। তাই দেশে চলচ্চিত্র–সংশ্লিষ্ট কোনো আয়োজনে তাঁর দেখা মেলে না। দুই যুগ ধরে যুক্তরাষ্ট্রে থাকা শাবানা হঠাৎ হঠাৎ বাংলাদেশে আসেন। প্রিয়জনদের সঙ্গে দেখাসাক্ষাৎ করেন, প্রয়োজনীয় সব কাজ সেরে আবার নীরবেই চলে যান।

মন্তব্য করুন


Link copied