মা–বাবার পীড়াপীড়িতে বড় ছেলে আবুল হাসেম (৫০) নিজের ব্যক্তিগত গাড়িতে করেই রওনা হন বাড়িতে। সঙ্গী হন ছোট ছেলে আবুল কাশেমও (৪৫)। কিন্তু বাড়ির কাছাকাছি এসেও বাড়ি ফেরা হলো না তাঁদের। সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে চারজনের।
শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় লরির নিচে প্রাইভেট কার চাপা পড়ে মারা যান মা–বাবা আর তাঁদের দুই ছেলে। একই লরির নিচে চাপা পড়ে একটি সিএনজিচালিত অটোরিকশার চালক ও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।