ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ঠাকুরগাঁও-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেনের আয়োজনে এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠে প্রায় ১০ হাজার মোটরসাইকেল নিয়ে ২০ হাজারেরও বেশি নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে শোডাউনটি শুরু হয়।
শোডাউনটি ঠাকুরগাঁও শহরের পুরাতন বাস স্ট্যান্ড হয়ে নারগুন, বেগুনবাড়ী, জগন্নাথপুর, সালন্দর, বালিয়া, ভূল্লী, বড়গাঁও, রাজাগাঁও, রুহিয়া, আকচাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে শহীদ স্মৃতিস্তম্ভ গোলচত্বরের সামনে গিয়ে শেষ হয়। সারাদিনব্যাপী এই শোডাউনটি জনসমুদ্রে পরিণত হয়ে ভোটারদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
প্রায় সাড়ে ৫ ঘন্টার এ শোডাউন শেষে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন। ঠাকুরগাঁও বাসীর জন্য তিনি বলেন, আমরা নিরাপদ ঠাকুরগাঁও গড়ে তুলতে চাই। এই জেলাকে মাদকমুক্ত করে কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর করতে চাই। ঠাকুরগাঁওকে আমরা দূর্নীতি মুক্ত সমাজ হিসেবে গড়ে তুলতে চাই। মেডিকেল কলেজ, ইপিজেড, ইঞ্জিনিয়ারিং কলেজ, বিমানবন্দর চালুসহ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে ঠাকুরগাঁওকে পৃথিবীর বুকে উন্নত জেলা হিসেবে গড়ে তোলার আশ্বাস দিয়ে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
শোডাউনে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারি আলমগীর হোসেন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহম্মদ, জামায়াত নেতা শামীম হোসেনসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা। পুরো শোডাউনটি ছিল এক বিশাল জনস্রোত, যেখানে ২০ হাজারেরও বেশি নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।
এটি ছিল ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচনী প্রচারণার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যা ভোটারদের মধ্যে বেশ শক্তিশালী প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।