আর্কাইভ  শনিবার ● ২২ নভেম্বর ২০২৫ ● ৮ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২২ নভেম্বর ২০২৫
ঢাকা-থিম্পু দুই সমঝোতা স্মারক সই

ঢাকা-থিম্পু দুই সমঝোতা স্মারক সই

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের দাপট

পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের দাপট

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

কুড়িগ্রামের আরিফুরের জুজুৎসু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপে ব্রোঞ্জ পদক অর্জন

শনিবার, ২২ নভেম্বর ২০২৫, রাত ১০:৪৫

Advertisement

কুড়িগ্রাম প্রতিনিধি:  থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ওয়ামাক ইন্টারনেশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে জুজুৎসু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপ ২০২৫। গত ৩০ অক্টোবর থেকে ১৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ সহ বিশ্বের ৭০টি দেশের প্রায় ৬ হাজার ২ শতাধিক ক্রীড়াবিদ অংশ গ্রহণ করেন।


এতে বাংলাদেশের জন্য আনন্দের খবর কুড়িগ্রাম জেলা সদরের কৃতি ক্রীড়াবিদ মোঃ আরিফুর রহমান সুমন এবার জাতীয় দলের হয়ে ৭৭ কেজি মাইনাস ফাইটিং বিভাগে অংশ গ্রহণ করে ব্রোঞ্জ পদক জিতেছেন। খুব অল্প সময়ের মধ্যে আরিফুর রহমান সুমন ৭৭ কেজি মাইনাস ফাইটিং এ সেমি-ফাইনালে কানাডার সাথে হেরে এই ব্রোঞ্জ পদক অর্জন করেন। এছাড়াও বাংলাদেশ আনসার এর খেলোয়াড় সরিফ উদ্দিন ৬৫ কেজি মাইনাস ফাইটিং এ ব্রোঞ্জ পদক, সাইফুল ৫৬ কেজি প্লাস ফাইটিং ব্রোঞ্জ পদক, মুক্তা আহমেদ ৫৬ মাইনাস ফাইটিং ব্রোঞ্জ পদক, নুসাইবা রহমান ৫৬ কেজি প্লাস ফাইটিং এ চতুর্থ স্হান এবং নাহিদা আহমেদ ইতু ৭৭ কেজি প্লাস ফাইটিং এ সিলভার মেডেল অর্জন করেছেন।


আরিফুর রহমান এর আগে ২০২২ সালের ডিসেম্বরে আবুধাবিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপে ৬৯ কেজি ফাইটিং বিভাগে স্বর্ণপদক জয় করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসেবে পরিচিতি লাভ করেন। পরবর্তীতে ২০২৩ সালে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত প্যারিস প্রিক্স চ্যাম্পিয়নশীপে ৬৯ কেজি ফাইটিং বিভাগে বাংলাদেশের হয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন। একই বছরের নভেম্বরে গ্রিসের লোত্রাকিতে অনুষ্ঠিত এক্রোপলিস ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশীপে স্বর্ণপদক জয় করেন তিনি।পরবর্তীতে, ২০২৪ সালে গ্রীসের হেরাক্লিয়নে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপে তিনি বাংলাদেশের হয়ে তাম্রপদক অর্জন করেন। বর্তমানে তিনি ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে ২৩তম অবস্থানে রয়েছেন।


ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আরিফুর রহমান সুমন বলেন, আমি তিনটি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপ, তিনটি এশিয়ান চ্যাম্পিয়নশীপ, দুইটি অ্যাক্রপলিস চ্যাম্পিয়নশীপ সহ পৃথিবীর দশটি দেশে বাংলাদেশ জাতীয় দলের হয়ে  ফাইটিংয়ে অংশ গ্রহণ করেছি। “ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আমার গভীর ভালোবাসা। চরম অধ্যবসায় ও অনুশীলনের ফলেই আজ আন্তর্জাতিক পর্যায়ে নিজের দেশের প্রতিনিধিত্ব করতে পারছি। আমি খুবই গর্বিত আমার বাবা-মা, কুড়িগ্রামের তথা বাংলাদেশের মানুষের দোয়া ও ভালোবাসায় আজ আমি জাতীয় দলের হয়ে খেলছি, আগামীতেও দেশের হয়ে বিজয় ছিনিয়ে আনার এ ধারাবাহিকতা বজায় রাখব ইনশাআল্লাহ।”


বাংলাদেশ জুজুৎসু ফেডারেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও জয়েন্ট সেক্রেটারি মুক্তা আহমেদ  জানান, বাংলাদেশের এই প্রতিভাবান ক্রীড়াবিদরা বিস্ব দরবারে বাংলাদেশের পতাকাকে সন্মানিত করতে পেরেছে। তাদের এ সফলতায় বাংলাদেশের জন্য খেলাধুলায় নতুন সাফল্যের দিগন্ত উন্মোচিত হচ্ছে। তারা মাননীয় ক্রীড়া উপদেষ্টা, ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক, কোচ, খেলোয়াড় এবং সকল মিডিয়া সহকর্মীদের শুভেচ্ছা জানান। আগামীতে বাংলাদেশ জাতীয় জুজুৎসু দল আরও  ভালো ফলাফল যেন দিতে পারে সে ব্যপারে তার আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন


Link copied