নিউজ ডেস্ক: পুলিশের গুলির সামনে তার বুক চিতিয়ে দাঁড়ানোর সেই দৃশ্য আন্দোলনের প্রতীক হয়ে ওঠে।
জুলাই অভ্যুত্থানের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যার ঘটনার ফরেনসিক তদন্ত করে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘বুক পেতেছি, গুলি কর’।
শুক্রবার সন্ধ্যায় ঢাকার পান্থপথের দৃক গ্যালারিতে এই চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী হয়েছে বলে দৃকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এই পাল্টা ফরেনসিক তদন্তের মধ্য দিয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও কোটা সংস্কার আন্দোলনকারী আবু সাঈদের মর্মান্তিক হত্যাকাণ্ডকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হয়েছে।”
২০২৪ সালের ১৬ জুলাই আন্দোলন চলাকালে নিহত হন আবু সাঈদ। পুলিশের গুলির সামনে তার বুক চিতিয়ে দাঁড়ানোর সেই দৃশ্য আন্দোলনের প্রতীক হয়ে ওঠে, যার ধারাবাহিকতায় গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।
আবু সাঈদ নিহত হওয়ার পর সরকারি বিবৃতিতে দাবি করা হয়েছিল, বিক্ষোভকারীদের ‘ছোঁড়া পাথর এবং আগ্নেয়াস্ত্রে’ প্রাণ হারান আবু সাঈদ।
তবে বাংলাদেশের দৃক পিকচার লাইব্রেরি ও যুক্তরাজ্যের ফরেনসিক আর্কিটেকচার পরিচালিত ‘পাল্টা’ ফরেনসিক তদন্ত একেবারে ভিন্ন চিত্র সামনে এনেছে।
এই তদন্তে বিভিন্ন সাক্ষাৎকার, ফটোগ্রামেট্রি, হিট ম্যাপ, স্যাটেলাইট চিত্র এবং ছবি ও ভিডিও সম্বলিত প্রমাণ ব্যবহার করে সরকারি বর্ণনার ‘অসঙ্গতিগুলো’ তুলে ধরা হয়েছে।
দৃকের বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই তদন্ত পুলিশের উদ্দেশ্যপ্রণোদিত ভূমিকা এবং অতিরিক্ত শক্তির ব্যবহারের ইঙ্গিত দেয়, যা বিক্ষোভকারীদের প্রতি সহিংসতার অভিযোগকে প্রশ্নবিদ্ধ করে।”
দৃক বলছে, “এই চলচ্চিত্র প্রদর্শনীর সম্মিলিত আয়োজন আমাদের একটি শক্তিশালী এবং চিন্তাশীল অনুসন্ধানী প্রক্রিয়ার সাথে পরিচয় করিয়ে দিয়েছে। যা আবু সাইদের মৃত্যু এবং এর চারপাশের রাজনৈতিক গতিবিধি সম্পর্কে আলোচনার সুযোগ তৈরি করে। সেইসাথে সত্য এবং ন্যায়বিচারের বৃহত্তর তাৎপর্যের উপর আলোকপাত করে।”
চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনীর এ আয়োজন সঞ্চালনায় ছিলেন আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরেনসিক আর্কিটেকচারের বিশেষায়িত গবেষক জুমানাহ বাওয়াজির, নেত্রনিউজের এডিটর-ইন-চিফ তাসনিম খলিল, ফরেনসিক আর্কিটেকচারের প্রযুক্তি গবেষক নিকোলাস অ্যালিস্টার মাস্টারটন।
এছাড়াও উপস্থিত ছিলেন সংবাদমাধ্যম কালের কণ্ঠের রংপুরের আলোকচিত্র সাংবাদিক গোলজার রহমান আদর, রংপুরে এনটিভির স্টাফ ক্যামেরাম্যান আসাদুজ্জামান আরমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সংবাদদাতা তাওহিদুল হক সিয়াম এবং দূকের আলোকচিত্র সাংবাদিক ও নেটওয়ার্ক সমন্বয়ক পারভেজ আহমেদ রনি।
প্রদর্শনীটি কিউরেট করেছেন এএসএম রেজাউর রহমান।
চলচ্চিত্রটির প্রদর্শনী চলবে ২৬ জুলাই পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দৃকপাঠ ভবনের লেভেল ২-এ প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত।