স্টাফরিপোর্টার,নীলফামারী॥ এসএসসি পরীক্ষায় রেজাল্ট খারাপ হওয়ায় হতাশা ও মানষিকভাবে ভেঙ্গে পরে আত্মহত্যার চেষ্টা করার সময় রেলওয়ে পুলিশের তৎপরতায় এক শিক্ষার্থীর প্রাণ বেঁচে গেল। বৃহস্পতিবার(১০ জুলাই) দুপুর ৩ টা ৪৫ মিনিটে নীলফামারীর সৈয়দপুর রেলস্টেশনে ঘটনাটি ঘটে। পরে মেয়ে শিক্ষার্থীকে তার মায়ের হেফাজতে হস্তান্তর করা হয়।
ওই মেয়ে শিক্ষার্থী রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার দোয়ালিপাড়া গ্রামের বাসিন্দা ও সৈয়দপুর উপজেলার হাজীপাড়া দাখিল মাদ্রাসার এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সারা দেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। দুপুর আড়াইটার দিকে উক্ত শিক্ষার্থী মাদ্রাসার এক শিক্ষকের মাধ্যমে জানতে পারে পরীক্ষায় দুইটি বিষয়ে সে অকৃতকার্য হয়েছে। একথায় সে মানসিকভাবে ভেঙ্গে পড়ে ও গভীর হতাশায় পড়ে যায়। হতাশায় মেয়েটি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে সৈয়দপুর রেলস্টেশনে প্যাল্টফর্মে রেললাইনের পাশে অবস্থান নেয়।
তার অস্বাভাবিক আচরণ ও গতিবিধি দেখে প্ল্যাটফর্মে দায়িত্বে থাকা সৈয়দপুর রেলওয়ে থানার পুলিশ সদস্যদের সন্দেহ হয়। এসময় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি সৈয়দপুর স্টেশনে কাছাকাছি পৌছালে মেয়েটি ট্রেনটির দিকে এগিয়ে যেতে থাকে। তাৎক্ষনিক রেলওয়ে পুলিশ উপস্থিত জনগণের সহায়তায় দ্রুত মেয়েটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, আমরা ঘটনাটি দ্রুত পর্যবেক্ষণ করি এবং মেয়েটির অবস্থান সন্দেহজনক মনে হওয়ায় তাৎক্ষনিক ব্যবস্থা নিই। মেয়েটি রেজাল্ট খারাপ হওয়ায় আত্মহত্যার সিধান্তের বিষয়টি জানায়। পরে রেলওয়ে থানার নারী ও শিশু হেল্প ডেস্ক অফিসারের সহায়তায় প্রয়োজনীয় সাইকোলজিস্ট কাউন্সেলিংয়ের ব্যবস্থা করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেয়েটিকে তার মায়ের জিম্মায় ফিরিয়ে দেওয়া হয়।
ওসি আরো বলেন, আমি অভিভাবকদের অনুরোধ জানাই, রেজাল্ট খারাপ হলে সন্তানদের শাসন না করে তাদের সাথে বন্ধুদের মতো ব্যবহার করে তাদের বুঝানো হয়। যেনো তাদের সন্তানরা আত্মহত্যা কথা বা চিন্তা মাথায় নিয়ে না আসে।