আর্কাইভ  শনিবার ● ১২ জুলাই ২০২৫ ● ২৮ আষাঢ় ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ১২ জুলাই ২০২৫
সারা দেশের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে রাজধানী ঢাকা

ফিরে দেখা জুলাই বিপ্লব
সারা দেশের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে রাজধানী ঢাকা

সারা দেশ উত্তাল ছিল ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে

ফিরে দেখা জুলাই বিপ্লব
সারা দেশ উত্তাল ছিল ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে

‘পানি খাওয়াতে মিরপুর থেকে এসে ফার্মগেটে হিটস্ট্রোক করেন আঙ্কেল’

ফিরে দেখা জুলাই বিপ্লব
‘পানি খাওয়াতে মিরপুর থেকে এসে ফার্মগেটে হিটস্ট্রোক করেন আঙ্কেল’

সড়ক-রেলপথ অবরোধ, শাহবাগে কর্মসূচি

ফিরে দেখা জুলাই বিপ্লব
সড়ক-রেলপথ অবরোধ, শাহবাগে কর্মসূচি

অন্যায় করলে দল কোনোভাবে দায় নেবে না: শামা ওবায়েদ

শনিবার, ১২ জুলাই ২০২৫, দুপুর ১১:২৩

Advertisement

নিউজ ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ দলের নেতাকর্মীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমার দলের কেউ যদি দখলবাজি, চাঁদাবাজি, জমি দখল, বালুর ঘাট দখলসহ কোনো অন্যায় করে থাকেন, তাকে কোনোভাবে ছাড় দেয়া হবে না। শুক্রবার (১১ জুলাই) ফরিদপুরের সালথা উপজেলার বিএনপি কর্মী সমীর সাহার মায়ের মৃত্যুতে শোক জানাতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। 

তিনি বলেন, আপনারা যদি এ ধরনের কাজ করেন, তাহলে দলের বদনাম হবে। আমি সেই বদনাম আমার ঘাড়ে নেব না, দলও নেবে না। ফ্যাসিবাদের দোসররা এখনো সক্রিয়। আপনারা যদি অন্যায় কাজে জড়িয়ে পড়েন, তাহলে তারা আপনাদের সাথে মিশে সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করবে। আর সেই দায়ভারও আপনাদের ওপর চাপানোর চেষ্টা করা হবে।

শামা ওবায়েদ আরও বলেন, আমি অন্যায়কে কোনোভাবেই প্রশ্রয় দেব না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপি কেউই অন্যায়কে প্রশ্রয় দেন না। কাজেই যে অন্যায় করবে, সে নিজ দায়িত্বে করবে।

তিনি বলেন, বর্তমানে একটি অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছে। এই অবস্থায় সালথা ও নগরকান্দা উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষায় কোনো আপোষ করা যাবে না। আমি প্রশাসনকে অনুরোধ করেছি, যদি বিএনপির কোনো নেতা বা কর্মী অনৈতিক কাজে জড়িত থাকে, এমনকি যদি সে আমার ঘনিষ্ঠও হয় তাকে আইনের আওতায় আনতে হবে। এতে বিএনপির কোনো আপত্তি নেই।

এ সময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল জুয়েল মুন্সি সুমন, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক তৈয়বুর রহমান মাসুদ এবং সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহীন মাতুব্বর।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জাহিদ হোসেন লাবলু, মো. শাহিনুর রহমান শাহিন, আবুল বাসার, ডা. কামরুল ইসলাম, হুমায়ুন খান, মো. রাশেদ মিয়া, মুরাদ মাতুব্বর, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, কামরুল ইসলাম, বালাম হোসেন, শাফিকুল ইসলাম, চৌধুরী মামুন, মো. মিরান হোসেন, খোকন মাতুব্বর, আনিসুর রহমান, ইয়াসিন মোল্লা, শ্রমিক দল নেতা কালাম বিশ্বাস, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজ, সাইফুল আলম, মেহেদী হাসান সোহাগসহ দলীয় নেতাকর্মীরা।

মন্তব্য করুন


Link copied