আর্কাইভ  শনিবার ● ১২ জুলাই ২০২৫ ● ২৮ আষাঢ় ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ১২ জুলাই ২০২৫
সারা দেশের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে রাজধানী ঢাকা

ফিরে দেখা জুলাই বিপ্লব
সারা দেশের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে রাজধানী ঢাকা

সারা দেশ উত্তাল ছিল ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে

ফিরে দেখা জুলাই বিপ্লব
সারা দেশ উত্তাল ছিল ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে

‘পানি খাওয়াতে মিরপুর থেকে এসে ফার্মগেটে হিটস্ট্রোক করেন আঙ্কেল’

ফিরে দেখা জুলাই বিপ্লব
‘পানি খাওয়াতে মিরপুর থেকে এসে ফার্মগেটে হিটস্ট্রোক করেন আঙ্কেল’

সড়ক-রেলপথ অবরোধ, শাহবাগে কর্মসূচি

ফিরে দেখা জুলাই বিপ্লব
সড়ক-রেলপথ অবরোধ, শাহবাগে কর্মসূচি

দিনাজপুর শিক্ষা বোর্ড এসএসসির ফলাফলে মেয়েরা এগিয়ে, ৮ জেলা সমূহে পাশের হার

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, বিকাল ০৫:০৩

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ এসএসসি পরীক্ষায় এবারের ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৬৭ দশমিক ০৩ শতাংশ। গতবছর(২০২৪) এই পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৩ শতাংশ। আগের বছর (২০২৩) সালে ছিল ৭৬ দশমিক ৮৭ শতাংশ। গত বছরের তুলনায় এবছর পাশের হার কমেছে ১১ দশমিক ৪ শতাংশ।

বৃহস্পতিবার(১০ জুলাই) দুপুরে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেখা যায়, চলতি বছর দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এক লাখ ৮২ হাজার ২৩৪ জন। এরমধ্যে পাশ করেছেন এক লাখ ২২ হাজার ১৪৬ জন শিক্ষার্থী। পাশের হার ৬৭ দশমিক ০৩। জিপিএ-৫ পেয়েছেন ১৫ হাজার ৬২ জন শিক্ষার্থী। অকৃতকার্য হয়েছে ৬০ হাজার ৮৮ জন।
গত বছর(২০২৪) এক লাখ ৯৮ হাজার ১৮৪ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছিল এক লাখ ৫৫ হাজার ৪৩৫ জন। জিপিএ-৫ পেয়েছিল ১৮ হাজার ১০৫। অকৃতকার্য ৪২ হাজার ৭৪৯ জন।

এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১৫ হাজার ৬২ জন শিক্ষার্থী। পাশাপাশি এইবোর্ডে ৯২ হাজার ৯৪২ ছেলে পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৫৯ হাজার ৮৪০ জন শিক্ষার্থী। পাশের হার ৬৪ দশমিক ৩৮। ৮৯ হাজার ২৯২ মেয়ে পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৬২ হাজার ৩০৬ জন শিক্ষার্থী। পাশের হার ৬৯ দশমিক ৭৮। এখানে ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার এগিয়ে রয়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের সূত্র মতে, বোর্ডের ৮ জেলার মধ্যে,

নীলফামারীঃ- এ জেলায় ২১ হাজার ২০৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ১৪ হাজার ২৮০ জন শিক্ষার্থী। পাশের হার ৬৭ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৭৪২। ১০ হাজার ৮৯৩ ছেলে পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৭ হাজার ৬১। পাশের হার ৬৪ দশমিক ৬২। ১০ হাজার ৩১৪ মেয়ে পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৭ হাজার ২১৯। পাশের হার ৬৯ দশমিক ৯৯।

দিনাজপুরঃ- এ জেলায় ৩৭ হাজার ৫৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ২৬ হাজার ৬১ জন শিক্ষার্থী। পাশের হার ৬৯ দশমিক ৪৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৬৩। ১৯ হাজার ২৭ ছেলে পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ১২ হাজার ৫৮৭। পাশের হার ৬৬ দশমিক ১৫। ১৮ হাজার ৫১০ মেয়ে পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ১৩ হাজার ৪৭৪। পাশের হার ৭২ দশমিক ৭৯।

রংপুরঃ- এ জেলায় ৩২ হাজার ৯১৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ২২ হাজার ৫৬৬ জন শিক্ষার্থী। পাশের হার ৬৮ দশমিক ৫৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ১৪৮। ১৬ হাজার ৪৪৪ ছেলে পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ১০ হাজার ৭৮৮। পাশের হার ৬৫ দশমিক ৬০। ১৬ হাজার ৪৭৩ মেয়ে পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ১১ হাজার ৭৭৮। পাশের হার ৭১ দশমিক ৫০।

গাইবান্ধাঃ- এ জেলায় ২৫ হাজার ৭৮১ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ১৭ হাজার ৮৭ জন শিক্ষার্থী। পাশের হার ৬৬ দশমিক ২৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৮১২। ১৩ হাজার ৩৯৩ ছেলে পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৮ হাজার ৭২০। পাশের হার ৬৫ দশমিক ১১। ১২ হাজার ৩৮৮ মেয়ে পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৮ হাজার ৩৬৭। পাশের হার ৬৭ দশমিক ৫৪।

কুড়িগ্রামঃ- এ জেলায় ২০ হাজার ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ১২ হাজার ৫৩২ জন শিক্ষার্থী। পাশের হার ৬২ দশমিক ৩৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ১৫৮। ১০ হাজার ৯০০ ছেলে পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৬ হাজার ৬০৩। পাশের হার ৬০ দশমিক ৫৮। ৯ হাজার ২০০ মেয়ে পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৫ হাজার ৯২৯। পাশের হার ৬৪ দশমিক ৪৫।

লালমনিরহাটঃ- এ জেলায় ১৪ হাজার ১০৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৮ হাজার ৫৯১ জন শিক্ষার্থী। পাশের হার ৬০ দশমিক ৯১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৬২২। ৬ হাজার ৬৬৫ ছেলে পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৩ হাজার ৮৫১। পাশের হার ৫৭ দশমিক ৭৮। ৭ হাজার ৪৪০ মেয়ে পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৪ হাজার ৭৪০। পাশের হার ৬৩ দশমিক ৭১।

ঠাকুরগাঁওঃ- এ জেলায় ১৭ হাজার ৭৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ১২ হাজার ৫০২ জন শিক্ষার্থী। পাশের হার ৭০ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮২২। ৯ হাজার ১৩৮ ছেলে পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৬ হাজার ২৪০। পাশের হার ৬৮ দশমিক ২৯। ৮ হাজার ৫৯৮ মেয়ে পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৬ হাজার ২৬২। পাশের হার ৭২ দশমিক ৮৩।

পঞ্চগড়ঃ- এ জেলায় ১২ হাজার ৮৫১ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৮ হাজার ৫২৭ জন শিক্ষার্থী। পাশের হার ৬৬ দশমিক ৩৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৭৯৫। ৬ হাজার ৪৮২ ছেলে পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৩ হাজার ৯৯০। পাশের হার ৬১ দশমিক ৫৬। ৬ হাজার ৩৬৯ মেয়ে পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৪ হাজার ৫৩৭। পাশের হার ৭১ দশমিক ২৪।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী বলেন, এবার সব বোর্ডের ফলাফল খারাপ হয়েছে। গত বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৩। সেই হিসাবে এবারে পাসের হার কমেছে। জিপিএ-৫ প্রাপ্তিতেও এই হার কমেছে। গতবছর জিপিএ-৫ পেয়েছিল ১৮ হাজার ১০৫। এবার পেয়েছে ১৫ হাজার ৬২ জন। 

মন্তব্য করুন


Link copied