অনলাইন ডেস্ক : কুমিল্লার লাকসাম পৌরসভা জামায়াতের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাতে পৌরশহরের সামনীর দীঘির উত্তর পাড়ে নতুন কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মু. শাহজাহান অ্যাডভোকেট।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহজাহান বলেন, আওয়ামী লীগের ওপর আল্লাহর গজব পড়েছে। আওয়ামী লীগ তাদের কৃতকর্ম ভোগ করছে। ফেরাউন যখন নিজেকে খোদা দাবি করেছে; জাতি-গোষ্ঠির উপর অত্যাচার-জুলুম করেছে, আর তখনই তার উপর আল্লাহর গজব নাজিল হয়েছিল। শেখ হাসিনা নিজেকে দেশের মালিক মনে করতো, এদেশকে তার পিতার দেশ মনে করতো, ইন্ডিয়াকে মনে করতো প্রভূ, দেশের মানুষের উপর তার জুলুম-অত্যাচারের সীমা ফেরাউনকেও অতিক্রম করেছে। ফেরাউনের বাহিনী ও তার অনুসারীরা আর ঘুরে দাঁড়াতে পারেনি। আওয়ামী লীগও আর ঘুরে দাঁড়াতে পারবে না, ইনশাআল্লাহ। এখন ৫৬ হাজার বর্গ মাইলের এ দেশকে আবার আবাদ করতে হবে।
তিনি বলেন, ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল, তাজুল ইসলামও নিজেকে লাকসাম-মনোহরগঞ্জ অঞ্চলের খোদা মনে করেছে। এখন সে তার পরিণতি ভোগ করছে। তার পেটুয়া বাহিনীর সন্ত্রাসে মানুষ জিম্মি হয়ে পড়েছিল। মহান আল্লাহ আমাদের এ অবস্থা থেকে মুক্তি দিয়েছেন।
অ্যাডভোকেট শাহজাহান বলেন, এতোদিন আমরা ছিলাম কাঠিন্যের পরীক্ষায়, আর এখন আছি ফুসরতের পরীক্ষায়। কাঠিন্যের পরীক্ষায় জালিম জুলুম করেছে আর মজলুম জীবন দিয়েছে, রক্ত ঝরিয়েছে, চোখের পানি ফেলেছে, আহাজারি করেছে, তাহাজ্জুদ গুজার করেছে। আমরা আল্লাহর কাছে কেঁদেছি, আর আল্লাহ সেটা কবুল করেছেন। ফ্যাসিবাদ থেকে আমাদের মুক্তি দিয়েছেন। এখন ফুসরতের পরীক্ষায় আমরা কে কতটুকু করি, কি পরিমাণ শক্তি যোগ্যতা আমাদের ব্যয় হয়, কতটুকু এখলাছের সাথে করি, সে পরীক্ষা আল্লাহ নেবেন। আমরা সবসময় পরীক্ষার মধ্যে আছি। এটা মনে করলে চলবে না যে, আমাদের বিজয় এসে গেছে, আমরা উল্লসিত। না বিপ্লব অনেক দূরে। মানুষের হৃদয় অর্জন করে এদেশে ইসলামী আন্দোলনকে বিজয়ী করতে হবে। যেদিন অর্ধেকের বেশি মানুষ চাইবে, সেদিনই এদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম সম্ভব।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি এবং কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াত মনোনীত সম্ভ্যাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডঃ সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী।
পৌরসভা জামায়াতের আমির মু. জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোহাম্মদ সহিদ উল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লাকসাম উপজেলা জামায়াতের আমির হাফেজ জহিরুল ইসলাম, সেক্রেটারি জোবায়ের ফয়সাল, ইসলামী ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি নজরুল ইসলাম, সেক্রেটারি জাহিদুল ইসলাম।
পৌরসভা জামায়াতের সহ-সেক্রেটারি মাষ্টার একেএম শাহআলম, নুরে আলম, গোবিন্দপুর ইউনিয়নের আমীর মাওলানা ফখরুল ইসলাম, ৫নং ওয়ার্ড আমীর মাওলানা দেলোয়ার হোসেন, সেক্রেটারি মুহাম্মদ আবুল কালাম, ৬নং ওয়ার্ড আমীর মাওলানা মুফতি আখতার হোসেন আজাদী, সেক্রেটারি হাফেজ জাকির হোসেন, ৭নং ওয়ার্ড আমীর সাইফুল ইসলাম খোকন, ৪নং ওয়ার্ড আমীর হাফেজ আব্দুল্লাহ আল নোমান, সেক্রেটারি ফয়সাল মুনশী, ৮নং ওয়ার্ড সভাপতি মোঃ আব্দুল জলিল, উত্তরদা ইউনিয়নের আমীর মাষ্টার লোকমান হোসেন, সেক্রেটারি হাফেজ পেয়ার আহমদ, প্রবাসী শাহিন আহমেদসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।