আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

আগামীকাল শুক্রবার রংপুর বিভাগীয় আ.লীগের বর্ধিত সভা নীলফামারীর সৈয়দপুরে

বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪, রাত ০৮:৪৭

Advertisement Advertisement

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ রংপুর বিভাগে আওয়ামী লীগের বর্ধিত সভা আগামীকাল শুক্রবার(৫ জুলাই/২০২৪) অনুষ্ঠিত হবে নীলফামারীর সৈয়দপুর শহরে। বানিজ্যিক এ শহরের পার্বতীপুর সড়কের ড্রিম প্লাস হোটেল এন্ড রিসোর্টে বিকেল তিনটায় ওই সভা ঘিরে সম্পন্ন হয়েছে সকল প্রস্তুতি।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। 
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. শাহজাহান খান এমপির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচএন আশিকুর রহমান, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া ও অ্যাডভোকেট সফুরা বেগম রুমি। 
সংশ্লিষ্ঠরা জানায়, সভায় আওয়ামী লীগের রংপুর বিভাগের জাতীয় কমিটির সদস্য, জেলা, মহানগর ও উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, দলীয় ও স্বতন্ত্র সংসদ সদস্য, জেলা ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান এবং পৌরসভার দলীয় মেয়রগণ অংশগ্রহন করবেন। 
এদিকে বর্ধিত সভা সফল করতে বৃহস্পতিবার(৪ জুলাই) দুপুরে সৈয়দপুরে বিমানে করে আসেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। এসময় তিনি ড্রিম প্লাস হোটেল এন্ড রিসোর্ট ঘুরে দেখেন ও নীলফামারী ও সৈয়দপুর আওয়ামীলীগের নেতাকর্মীদের নির্দেশনা দেন। 
সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন বলেন,‘বর্ধিত সভা ঘিরে নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। আওয়ামী লীগকে আরো শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে এই বর্ধিত সভা বিশেষ ভূমিকা রাখবে’।
এদিকে নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান বলেন,‘বধিত সভার ভেন্যু আমাদের জেলায় হওয়ায় জেলাব্যাপী ব্যাপক সাড়া পড়েছে নেতাকর্মীদের মধ্যে। এতকরে নেতাকর্মীরা আরো উদ্যেমী হবেন। যার প্রতিফলন ঘটবে সাংগঠনিক শক্তিতে’।
নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হক বলেন, ‘বর্ধিত সভা অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে ইতিমধ্যে। সভায় বছরব্যাপী আওয়ামী লীগের ৭৫বছর পূর্তি অথবা প্লাটিনাম জয়ন্তী সারাবছর উদযাপনের দিক নির্দেশনা, যথযথভাবে কেন্দ্র ঘোষিত কর্মসূচির পালন, মেয়াদোত্তীর্ণ বিভিন্ন কমিটির সম্মেলন বিষয়ে আলোচনা হওয়ার কথা হবে ওই সভায়’। 

মন্তব্য করুন


Link copied