আর্কাইভ  রবিবার ● ২৩ নভেম্বর ২০২৫ ● ৯ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৩ নভেম্বর ২০২৫
রাজনীতি ছেড়ে 'পাপমুক্ত' হতে দুধ দিয়ে গোসল!

রাজনীতি ছেড়ে 'পাপমুক্ত' হতে দুধ দিয়ে গোসল!

হাসিনার পক্ষে লড়তে নিয়োগ পেলেন আইনজীবী জেড আই খান পান্না

হাসিনার পক্ষে লড়তে নিয়োগ পেলেন আইনজীবী জেড আই খান পান্না

রংপুর সদর আসনে মনোনয়ন নিয়ে মুখোমুখি বিএনপি’র তিন নেতা

রংপুর সদর আসনে মনোনয়ন নিয়ে মুখোমুখি বিএনপি’র তিন নেতা

বাড়ছে শীতের দাপট, তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

বাড়ছে শীতের দাপট, তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

‘ইপিজেড বাঁচাও’ নীলফামারীতে বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন

রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, দুপুর ০২:৩৯

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারী উত্তরা ইপিজেড রক্ষার্থে এবং অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া সনিক বাংলাদেশ লিমিটেড কারখানা দ্রুত চালুর দাবিতে মানববন্ধন করেছে শ্রমিকেরা। রবিবার(২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে নীলফামারী উত্তরা ইপিজেডের প্রধান ফটকের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (উত্তরবঙ্গ) এক্সিকিউটিভ ডিরেক্টর(নির্বাহী পরিচালক) বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধন চলাকালিন সময় বক্তব্য রাখেন শ্রমিক নাজমুল হোসেন, শরিফুল মন্ডল, রাবেয়া বেগম, আসমা বেগম, ইয়াসমিন, রুবেল রানা, আব্দুর রহমান, সুজন ইসলাম সহ অনেকে।

এসময় তারা বলেন, আমাদের এই কারখানা শুধুমাত্র একটি কর্মস্থল নয়, এটি আমাদের জীবিকা, আমাদের পরিবারের স্বপ্ন আর ভবিষ্যতের ভরসাস্থল। কারখানার শান্তি, স্থিতিশীলতা আর সুষ্ঠু কর্মপরিবেশ বজায় রাখার দায়িত্ব আমাদেরই। কিন্তু কিছু ব্যক্তি বা গোষ্ঠি ব্যক্তিগত স্বার্থে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। আমাদের উচিৎ, আমাদের নিজেদের ও পরিবারের স্বার্থে, কারও উস্কানীর ফাঁদে পা না দেয়া।”

তারা আরও বলেন, “আমরা আর কোন বিশঙ্খলা চাইনা। আমরা আমাদের কর্মস্থল চাই, আর কোন আন্দোলন চাই না। ইপিজেড চললে শ্রমিক বাঁচবে, শ্রমিক বাঁচলে পরিবার বাঁচবে।”

এদিকে, শ্রমিকদের একের পর এক দাবীর প্রেক্ষিতে বন্ধ হয়েছিল উত্তরা ইপিজেডে অবস্থিত এভারগ্রীণসহ ৬টি প্রতিষ্ঠান। ফলে, কারখানার সুষ্ঠু কর্মপরিবেশ ও উৎপাদন না থাকায় আর্থিক ভাবে অনেক ক্ষতির সম্মুখিন হয়েছে ওই কোম্পানী গুলো। এভাবে চলতে থাকলে, একদিন পুরো ইপিজেডই বন্ধ হয়ে যাবে। আবারও মুখ থুবরে পড়বে এ অঞ্চলের অর্থনৈতিক চালিকা শক্তি। ক্ষতিগ্রস্থ হবে শ্রমিক-মালিক। ফলে আন্দোলন প্রতিহতের ঘোষনা দিয়ে শ্রমিকেরাসহ স্থানীয়রা বলছেন, ‘আন্দোলন হটাও, ইপিজেড বাঁচাও’।

একসময়ে রংপুর অঞ্চলের মঙ্গাপ্রবণ জেলা হিসেবে পরিচিত ছিল নীলফামারী। এ জেলায় উত্তরা ইপিজেড স্থাপিত হবার পর থেকেই উন্নয়নের ছোঁয়া লেগেছে এ অঞ্চলটিতে। খড়ের ঘর এবং চরম দারির্দ্যের দৃশ্যে এখন বিলীন। সেখানে কাজ করে জীবন-জীবিকা পরিবর্তন করছে এ অঞ্চলটির প্রায় ৪০ হাজার নারী-পুরুষ। সচেতন মহল বলছেন, এটি চলমান থাকলে, উন্নয়নের উচ্চ চুড়ায় পৌঁছাবে এ অঞ্চলটি।

প্রসঙ্গত, ২৬ দফা দাবি নিয়ে গত ১৬ নভেম্বর থেকে আন্দোলন শুরু করেছিল সনিক ফ্যাক্টরীর শ্রমিকরা। ১৭ নভেম্বর মালিকপক্ষ তাদের দাবি মেনে নিলেও কয়েকজন এতে অসন্তুষ্ট হয়। ফলে ১৮ নভেম্বর সনিক বাংলাদেশ লিমিটেডের শতাধিক শ্রমিক জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অকারণে শ্রমিক ছাঁটাই ও ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালসহ নানা দাবিতে কর্মবিরতি পালন করেছিলেন। কাজে যোগদান না করার কারণে ও উৎপাদনে ঘাটতি হওয়ায় সেদিন কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কোম্পানি বন্ধের নোটিশ জারি করেন। 

মন্তব্য করুন


Link copied