আর্কাইভ  রবিবার ● ১৪ ডিসেম্বর ২০২৫ ● ৩০ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ১৪ ডিসেম্বর ২০২৫
ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

রাজনীতি এখন ভোটের মাঠে

► ঘরে ঘরে ছুটছেন প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি
► গ্রাম থেকে শহরে চলছে সভাসমাবেশ মিছিল
রাজনীতি এখন ভোটের মাঠে

আসনভিত্তিক ছবিসহ ভোটার তালিকা ছাপাতে ইসির নির্দেশ

আসনভিত্তিক ছবিসহ ভোটার তালিকা ছাপাতে ইসির নির্দেশ

দেশের কল্যাণে ঐকবদ্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে: তারেক রহমান

দেশের কল্যাণে ঐকবদ্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে: তারেক রহমান

আমেরিকা কিনবে টিকটক? ট্রাম্পের সিদ্ধান্ত ৩০ দিনের মধ্যে

রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, দুপুর ০৪:৪২

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : টিকটক অ্যাপ কেনার বিষয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩০ দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশাবাদী তিনি।

শনিবার (২৫ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের বলেন, টিকটক নিয়ে অনেকেই আমার সঙ্গে কথা বলছেন এবং এই অ্যাপটি নিয়ে যথেষ্ট আগ্রহ রয়েছে।

এর আগে রয়টার্স জানিয়েছিল, ট্রাম্প প্রশাসন একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে, যেখানে টিকটকের মালিকানা চীনা সংস্থা বাইটডান্সের অধীনে থাকলেও অ্যাপটির ডেটা পরিচালনা ও সফটওয়্যার আপডেটের দায়িত্ব থাকবে যুক্তরাষ্ট্রভিত্তিক সফটওয়্যার কোম্পানি ওরাকলের হাতে।

ওরাকলের চুক্তি নিয়ে অনিশ্চয়তা
ট্রাম্প জানিয়েছেন, তিনি ওরাকলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের সঙ্গে এই বিষয়ে কোনো আলোচনা করেননি। তবে, বিভিন্ন ‘গুরুত্বপূর্ণ ব্যক্তি’ টিকটক কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি আগামী ৩০ দিনের মধ্যে সিদ্ধান্ত নেবো। কংগ্রেস আমাদের ৯০ দিনের সময় দিয়েছে। যদি আমরা টিকটক রক্ষা করতে পারি, তবে তা ভালো হবে।

নিরাপত্তা উদ্বেগ
জাতীয় নিরাপত্তার ঝুঁকির কারণ দেখিয়ে টিকটককে যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেওয়ার নির্দেশ দিয়েছিল মার্কিন প্রশাসন। তবে টিকটকের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের ডেটা যুক্তরাষ্ট্রে সংরক্ষিত এবং ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রয়েছে।

যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় ১৭ কোটি মানুষ টিকটক ব্যবহার করছেন।

জানা গেছে, ওরাকল, বাইটডান্স এবং অন্যান্য বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা চললেও চুক্তি বাস্তবায়ন এখনো অনিশ্চিত। ট্রাম্প প্রশাসন চায়, অ্যাপটির ডেটা নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের হাতে থাকুক।

আলোচনার অংশ হিসেবে ওরাকল যুক্তরাষ্ট্রে একটি যৌথ উদ্যোগে অংশীদার হতে পারে। তবে চুক্তিটি চূড়ান্ত করার আগে একে কংগ্রেসের অনুমোদন পেতে হবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

মন্তব্য করুন


Link copied