আর্কাইভ  মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫ ● ১১ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

আড়াই বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়ছেন উপস্থাপিকা সামিয়া আফরিন

রবিবার, ২৩ মার্চ ২০২৫, বিকাল ০৭:১১

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:  আড়াই বছর আগে ক্যানসার ধরা পড়ে দেশের জনপ্রিয় টিভি উপস্থাপিকা ও অভিনেত্রী সামিয়া আফরিনের। এরপর থেকে নীরবেই মারণব্যাধি এই রোগের সঙ্গে লড়াই করে যাচ্ছেন তিনি। 

সম্প্রতি রাজধানীর বনানীতে তারকাদের পোশাক নিয়ে ‘রিভোগ ওয়্যার টু কেয়ার’ নামে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখানে হাজির হয়ে ক্যানসার আক্রান্ত হওয়ার খবর জানালেন এই উপস্থাপিকা নিজেই। 

সামিয়া আফরিন বলেন, ‘২০২২ সালের এপ্রিলে আমার ক্যানসার ধরা পড়ে। চতূর্থ স্টেজে ছিল তখন। আমার পরিবারের মানুষদের জন্য এটা খুবই ভীতিকর একটি বিষয় ছিল। তবে আমার মনে হয়েছে, এটা একটা রোগ। যেটার সঙ্গে আমার লড়াই করতে হবে।’

এই উপস্থাপিকা বলেন, ‘ক্যানসার ধরা পড়ার পরে কারও কাছ থেকে সহানুভূতিশীল কোনো কথা বা দৃষ্টি দেখতে চাইনি। আমি সবসময় দৃঢ়চেতা হতে চেয়েছিলাম। তাতে হয় কী, এটা একজন রোগীকে আরও বেশি শক্তি জোগায় তাড়াতাড়ি সেরে ওঠার জন্য।’

No photo description available.

ক্যানসারে আক্রান্ত হলেও মানসিক দিক থেকে শক্তিশালী থাকার চেষ্টা করেছেন সামিয়া। তার ভাষায়, ‘এসব মুহূর্তে হয় কী, মানসিকভাবে ভেঙে পড়ি। মনে হয়—আমার জীবন শেষ হয়ে গেল, এরপর আর বুঝি কিছু নেই। এটা নিছক ভুল কথা। যদি আমরা চেষ্টা করি, মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে পারি এবং সাথে সাথে অনেক লাইফ স্টাইলেও পরিবর্তন আনতে হয়, তাহলে এটা কাটিয়ে ওঠা সম্ভব, যদিও তা সময় সাপেক্ষ ব্যাপার। লাইফ স্টাইল যদি ঠিক থাকে, তাহলে পরবর্তীতে এটা আর হওয়ার সুযোগ থাকে না বলে আমার মনে হয়।’

বর্তমানে নিজের শারীরিক ও মানসিক অবস্থার কথা জানিয়ে সামিয়া বলেন, ‘প্রতিটি ঘরেই দেখা যায় দু-একজন ক্যানসার রোগী আছেন, আমি নিজেও একজন ক্যানসারের রোগী। প্রায় আড়াই বছর ধরে এটার সঙ্গে লড়াই করছি। আলহামদুলিল্লাহ, ভালো আছি।’

এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য ছিল, ক্যানসার রোগীদের পাশে দাঁড়ানো, তাদের ব্যয়বহুল চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দেওয়া। 

সামিয়া বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, এটা ব্যয়বহুল চিকিৎসা পদ্ধতি এবং সবার পক্ষে ব্যয়ভার বহন করা সম্ভব না—এমনটা শোনার সাথে সাথে সবার ভেতর যে ভয় বা ভীতি কাজ করতে থাকে, সেই জায়গা থেকে একটা মানুষকে স্বস্তি দেওয়ার জন্য তার যদি আর্থিক সামর্থ্য থাকে, তবে সে মানসিকভাবে একটু পরিত্রাণ পায়।’

তিনি বলেন, ‘সবারই ইচ্ছে থাকে কিছু করার, সহায়তা দেওয়ার, কিন্তু ব্যক্তিগতভাবে সেভাবে সুযোগ হয় না। আমাদের যেহেতু কিছু জিনিস আছে, যেগুলো পরিধেয় পোশাক; টেলিভিশন-মিডিয়ায় কাজ করার সুবাদে অনেক কাপড় পরেছি, যা পুনরায় আর পরা হয়নি, তাই মনে হয়েছে এই কাপড়গুলো বিক্রি করে যে টাকা আসবে, সেটা ক্যানসার আক্রান্তদের চিকিৎসায় ব্যয় করব। এই ভাবনা থেকে বন্ধুদের জানালাম, সবাই সহমত প্রকাশ করেছে এবং একাত্মতা ঘোষণা করে তারাও এসেছে, সবাইকে সাধুবাদ জানাই।’

টিভি উপস্থাপনার পাশাপাশি নাটকেও অভিনয় করেছেন সামিয়া। ইমরাউল রাফাতের ‘পাপপূণ্য’, মাসুদ হাসান উজ্জ্বলের ‘ধুলোর মানুষ’, ‘মানুষের ঘ্রাণ’ এবং রাজিবুল ইসলামের ‘ব্লাফমাস্টার’ ছাড়াও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি।

মন্তব্য করুন


Link copied