স্টাফরিপোর্টার,নীলফামারী॥ দেশের উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুর অঞ্চলের নীলফামারী সহ বিভিন্ন স্থানে টিপটিপ বা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। বুধবার(৬ ডিসেম্বর) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার(৭ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত। রাস্তাঘাট ভিজে গিয়েছে। এ বৃষ্টির পরই দুই-এক দিনে মধ্যে শীত জেঁকে বসতে পারে বলে ধারনা করছে আবহাওয়া অধিদপ্তর।
অপরদিকে সৈয়দপুর বিমানবন্দরে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফ্লাইট চলাচল বিঘিœত হয়েছে। ফলে বেসরকারি কো¤পানির চারটি ফ্লাইটের ঢাকাগামী দুই শতাধিক যাত্রী আটকা পড়েছে। ৬ ঘন্টা পর দুপুর ২টার ৩০ মিনিটে বিমান চলাচল স্বাভাবিক হয়।
সকাল ৯টার ইউএস বাংলা ফ্লাইটে করে সৈয়দপুর থেকে ঢাকা যাওয়া জন্য সৈয়দপুর বিমানবন্দরে আসে দিনাজপুরের আশরাফ ইসলাম জানান, জরুরী কাজ সকালে ফ্লাইট ঢাকা যাবো। কাজ শেষ করে সন্ধ্যার ফ্লাইটে ফিরতি টিকিট কেটে রেখেছি। গুড়ি গুড়ি বৃষ্টির ও কুয়াশার কারণে ঢাকা থেকে এখন বিমান আসেনি। অপরযাত্রী ডোমারের রবিউল ইসলাম বলেন, সকাল ৯টা থেকে বিমানবন্দরে অবস্থান করছি। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল বন্ধ থাকায় সময়মতো ঢাকায় যেতে পারছি না। ফ্লাইটের ঢাকাগামী যাত্রীদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।
সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বলেন, ঘন কুয়াশা আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের কারণে বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা ব্যাহত হয়েছে। ফলে ইউএস-বাংলার দুটি, নভোএয়ারের একটি ও বিমান বাংলাদেশের ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেনি। তিনি জানান, কোনো ফ্লাইট বাতিল করা হয়নি। বৃষ্টি কমায় ও আকাশ পরিষ্কার হওয়ায় দুপুর ২টা ৩০ মিনিটে পুণরায় বিমান চলাচল স্বাভাবিক হয়।
সৈয়দপুর বিমানবন্দরের আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন বলেন, মধ্যরাত থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে বিমানবন্দর এলাকা। সকাল সাড়ে ১০টায় রানওয়ে এলাকায় দৃষ্টিসীমা ছিল ৫০০ মিটার। এর সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত রয়েছে। গত ২৪ ঘন্টায় ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিমানবন্দরে ফ্লাইট ওঠানামার জন্য দৃষ্টিসীমা ২ হাজার মিটার থাকতে হবে।
রংপুর আবহাওয়া অফিসে খবর নিয়ে জানা যায়, নীলফামারী, রংপুর, দিনাজপুর ও কুড়িগ্রামে বুধবার রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দেশের সর্বনি¤œ তাপমাত্রা ছিল সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সেখানে সর্বনি¤œ তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। নীলফামারীর দুইটি আবহাওয়া অফিসে ডিমলা ও সৈয়দপুরে ছিল ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে রাত থেকে দুপুর পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টির কারণে নি¤œ আয়ের শ্রমিকদের কাজে ব্যঘাত ঘটেছে। অলস সময় পার করছে শহরের রিক্সা চালক। শহরের কাড়িবাড়ি মোড়ের রিক্সা চালক রেজাউল করিম জানান, সেখানে প্রতিদিন ২০-৩০ টি যাত্রী উড়া নামা করে সেখানে বৃষ্টির কারণে সকাল থেকে মাত্র দুইটি যাত্রী নিতে পেরেছি। বৃষ্টির কারণে রাত থেকে হালকা ঠান্ডাও বেড়েছে।