আর্কাইভ  শনিবার ● ১ নভেম্বর ২০২৫ ● ১৭ কার্তিক ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ১ নভেম্বর ২০২৫
কিছু দল ঐকমত্য কমিশনে গিয়ে ফাঁদে পড়েছে

রংপুরে জাপা মহাসচিব
কিছু দল ঐকমত্য কমিশনে গিয়ে ফাঁদে পড়েছে

ফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে

লালমনিরহাটে ধর্ম উপদেষ্টা
ফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে

রংপুরে হিমাগাড়ে ডাকাতদলের হামলা, হাত-পা বেঁধে টাকা-সামগ্রী লুট

রংপুরে হিমাগাড়ে ডাকাতদলের হামলা, হাত-পা বেঁধে টাকা-সামগ্রী লুট

আজ থেকে বন্ধ হচ্ছে ১০টির বেশি সিম

আজ থেকে বন্ধ হচ্ছে ১০টির বেশি সিম

ঢাকা জেলা ছাত্র কল্যান সমিতির সভাপতি শাকীব সম্পাদক রুমান

শনিবার, ১ নভেম্বর ২০২৫, রাত ১২:০০

Advertisement

নিজস্ব প্রতিনিধি: ঢাকা জেলা ছাত্র কল্যান সমিতি (ঢাকা ও মানিকগঞ্জ),  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের সভাপতি হিসেবে তাসবীন শাকীব (DSM 14) এবং সাধারন সম্পাদক হিসেবে মোঃ আরবাজ হোসেন (রুমান) (MKT 15) নির্বাচিত হয়েছেন। 

শুক্রবার (৩১ অক্টোবর) আগামী এক বছর (২০২৫-২৬) এর জন্য ঢাকা জেলা ছাত্র কল্যান সমিতির পূর্নাঙ্গ কমিটি অনুমোদন করেন সমিতির উপদেষ্টা, বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ রফিউল আজম খান এবং উত্তরবাংলা ডটকম এর প্রকাশক মুরাদ মাহমুদ। 

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ- সভাপতি:  আবদুল্লাহ আল জুবায়ের সিয়াম (MKT 14), ফয়সাল হোসেন (MKT 14), আল মাহমুদ আকাশ (EEE 14), তামিম ( MIS 14), হাসান ( MIS 14), মো: ইমন মিয়া ( FIN 14), শাকিলা আলম ঐশি( CSE 14), মো: সামিউল হক আদিল( PAD 14), নাদিম হোসাইন ( MGT 14)। 

যুগ্ন সাধারন সম্পাদক- মো: আব্দুল্লাহ  আল ফাহাদ (STAT 15), চৈতি ঘোষ (MCJ 15), কে এম ইলমুন ইসলাম আলভী (CSE 15)।

সাংগঠনিক সম্পাদক- মোঃ শিপন (FIN 15), সহ সাংগঠনিক সম্পাদক, মোঃ মাসুদ রানা (MATH 15), নাফিউর হাসান (STAT 15), সানভি আহমেদ মাহিম (BAN 15)।

কোষাধ্যক্ষ    মোঃ মেহেদী হাসান (FIN 15)। দপ্তর সম্পাদক- আবতাহী সামিন (MIS 15), উপ-দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম খান (Math 15), আব্বাস উদ্দিন তুহিন (EEE 15), তাসমিনা তাবাসসুম রিদিকা (MIS 15)। প্রচার সম্পাদক  জাবেদ আহমেদ (FIN 16), উপ- প্রচার সম্পাদক  আরাফাত হাসান (FIN 16), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক  আব্দুল্লাহ্ মেহবুব খান (EEE 16), উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শয়ন হাওলাদার (MGT 16), শিক্ষা ও গবেষনা বিষয়ক সম্পাদক বৃষ্টি আক্তার (MKT 16), ক্রীড়া সম্পাদক আল-কাফি (MKT 16), ছাত্রী বিষয়ক সম্পাদক শুভ্রতা বিশ্বাস জয়া (AIS 16), তৃষা বাড়ৈ (EEE 16)।

কার্যকরী সদস্য নাহিদ (MIS 17), মোঃ আবু বকর সিদ্দিক (MIS 17), নাফিম মাহমুদ (MIS 17), ফাতিন ইশরাক (DSM 17), জাহাঙ্গীর হোসেন (MGT 17), আব্দুর রহমান আরিয়ান (MGT 17), মো.ফাহাদ ইসলাম (MGT 17), আফরিদা বিনতে হারুন সাকি (DSM 17), ইসরাত জাহান শিমু ( FIN 17), মো: ওয়াসিম আকরাম খান (CSE 17), ভুপতি কৃষ্ণা কুমার (ECO 17), মোঃ সিয়াম হোসেন (PAD 17), মাইশা ইসলাম (GES 17)। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শামসুজ্জামান আজাদ- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, শাম্মী আক্তার লিপি- প্রভাষক বদরগঞ্জ সরকারি কলেজ, মাহমুদুল হাসান সিদ্দিকী-এসিস্ট্যান্ট কমিশনার ট্যাক্সেস, শাউমিন সাজিয়া- সাবেক শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। 

কমিটি ঘোষণার পাশাপাশি ১৭ তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ এবং বনভোজনের আয়োজন করা হয়। 

 

মন্তব্য করুন


Link copied