আর্কাইভ  বৃহস্পতিবার ● ১২ ডিসেম্বর ২০২৪ ● ২৮ অগ্রহায়ণ ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১২ ডিসেম্বর ২০২৪
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ       এসএসসির সময়সূচি প্রকাশ, পরীক্ষা শুরু ১০ এপ্রিল       বড়পুকুরিয়া খনির ১৪১৪ ফেইস থেকে উত্তোলিত কয়লা ৪.৮১ লক্ষ টন       রংপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ       রংপুর জেলা ট্রাক মালিক সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন      

 

উত্তরাঞ্চলে বইছে শীত: বিপাকে দরিদ্র মানুষ

শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, বিকাল ০৬:৫৫

শাহ্ আলম শাহী,দিনাজপুর: শীত বইতে শুরু করেছে দিনাজপুরসহ উত্তরাঞ্চলে। হিমালয়ের পাদদেশে হওয়ায় দিনাজপুর,পঞ্চগড়,ঠাকুরগাঁও জেলায় শীতের প্রকোপ আসে আগেভাগেই।এবার তার ব্যাতিক্রম নয়।  হিমেল হাওয়ার সঙ্গে বেড়েছে কুয়াশা। গত দু'তিন দিন ধরে  ভোর থেকে সকাল ৯ টা পর্যন্ত  কুয়াশার চাদরে ঢাকা থাকছে দিনাজপুর। আজ  শনিবার (১৬ নভেম্বর) দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। হঠাৎ শীত চলে আসায় বিপাকে পড়েছেন,অসহায়,শ্রমজীবী,ছিন্নমূল,দরিদ্র  মানুষ।  তারা শীত নিবারণে হিমসিম খাচ্ছেন।
 
ঘনকুয়াশার কারণে মহাসড়কগুলোতে যানবাহন  চলাচল  করতে দেখা গেছে হেডলাইট জ্বালিয়ে ।  সকালে শীতের প্রকোপ অনুভূত হয়েছে। কাজের তাগিদে ঘর থেকে বের হতে  অনেকেই  শরীরে জড়িয়েছেন শীতের পোশাক। 
 
গরম কাপড়ের মার্কেট লন্ড্রি বাজার হকারর্স মার্কেট সহ বিভিন্ন শপিং মলগুলোতে ক্রেতাসাধারণের ভীড় বেড়েছে। দিনাজপুর হকারর্স মার্কেটের মৌসুমি গরম কাপড় বিক্রেতা মনসুর,সিরাজুল,রিয়াজ,বরকত,কাজল জানিয়েছেন, 'আজ ( ১৬ নভেম্বর)  শনিবার মৌসুমের সেরা বেচা-কেনা হয়েছে।  এর আগে এক্কেবারে বেচা-কেনা ছিলো না। এমন বেচা-কেনা হলে আমাদের জীবন বাঁচবে।'
 
শহরের ষষ্টিতলা শ্রম বাজারে কাজের অপেক্ষায় থাকা বিরল উপজেলার মনসুর আলী জানালেন, ' খুবই জার ( শীত)  করছে বাহে। বেহানে ( সকাল) আইছো। তখন আরো জার আছলো। এখন এনা কমিছে। কাম পাইলে ঐ টাকার কিছুটা দিয়ে স্যুইটার কিনিবা হবি। এমন জারোত এমন করি থাকা যাবে নাহায়।'
 
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মো.তোফাজ্জল হোসেন জানালেন, 'দিন দিন তাপমাত্রা আরো কমবে। এক সপ্তাহের মধ্যে শীত নেমে যাবে।' 

মন্তব্য করুন


 

Link copied