আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

এই ঈদেই মুক্তি পাচ্ছে শাকিবের ‘অন্তরাত্মা’, সেন্সরে ‘বরবাদ’

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, বিকাল ০৫:৩১

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:  আসছে ঈদে সম্ভবত দুই সিনেমা মুক্তি পাচ্ছে চিত্রনায়ক শাকিব খানের। কারণ নানা জটিলতা কাটিয়ে অবশেষে ছাড়পত্রের জন্য বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে ‘বরবাদ’। অন্যদিকে, এই ঈদেই মুক্তি পাচ্ছে শাকিবের আরেক সিনেমা ‘অন্তরাত্মা’ বলে নিশ্চিত করছেন সিনেমাটির প্রযোজক।

ঢালিউড পাড়ায় জোর গুঞ্জন ছিল, একাধিক জটিলতায় আটকে যেতে পারে ঈদের সবচেয়ে আলোচিত সিনেমা ‘বরবাদ’। সিনেমাটি সার্টিফিকেশন বোর্ডে ছাড়পত্রের পেতে একাধিক নিয়মের বাধা পেরোতে হবে। সেই বাঁধা কাটিয় গতকাল রোববার মন্ত্রণালয়ের অনুমতিপত্র পেয়েছে সিনেমাটি। আর আজ সোমবার ছাড়পত্রের জন্য সিনেমাটি জমা পড়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে।

এই খবর নিশ্চিত করে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান আবদুল জলিল জানিয়েছেন, ছাড়পত্রের জন্য “বরবাদ” আমাদের কাছে জমা পড়েছে। আজই আমরা সিনেমাটি দেখব। দেখার পরপরই আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেব।’

অন্যদিকে, গেল শনিবার (২২ মার্চ) শাকিবের ৪ বছর আগের সিনেমা হুট করে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে। সেটি ২০২১ সালে শেষ হওয়া শাকিব খানের ‘অন্তরাত্মা’। 

‘অন্তরাত্মা’ সিনেমাটির মুক্তির প্রসঙ্গে প্রযোজক সোহানী হোসেন বলছেন, ‘দীর্ঘ ৪ বছরের প্রতীক্ষার অবসান হচ্ছে। অবশেষে আমরা সিনেমাটি দর্শকদের সামনে নিয়ে আসছি। এটা ঈদুল ফিতরেই মুক্তি পাবে। সেন্সর সার্টিফিকেশন বোর্ডে জমা দিয়েছি। সিনেমাটি তারা দেখেছে ও প্রশংসা করেছে। আমরা দু–এক দিনের মধ্যেই সার্টিফিকেশন সনদ পাব। এখন সেভাবেই হলমালিক থেকে শুরু করে সবার সঙ্গে কথা হচ্ছে। তবে এটা নিশ্চিত, আমরা এই ঈদেই আসছি।’

‘অন্তরাত্মা’ পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন এবং তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রযোজনা করেছেন সোহানী হোসেন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শাকিব খান ও দর্শনা বণিক। সিনেমাটি ২০২১ সালের ঈদুল ফিতর মুক্তির প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়। পরবর্তীতে এক অজানা কারণে সিনেমাটি আর মুক্তি পাইনি। 

আর মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’–এ আরও অভিনয় করেছেন ইধিকা পাল, যিশু সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, ইন্তেখাব দিনার, মামুনুর রশীদ প্রমুখ। একটি আইটেম গানে থাকবেন কলকাতার নায়িকা নুসরাত জাহান। ছবির বড় অংশের শুটিং হয়েছে ভারতের মহারাষ্ট্রে।

মন্তব্য করুন


Link copied