ক্যাম্পাস প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে শূন্য আসন পূরণের লক্ষ্যে ষষ্ঠ মেধা তালিকা প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব ও রেজিস্ট্রার ড. হারুন অর রশিদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তালিকাভুক্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ২৫ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং ২৬ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
সাক্ষাৎকারের স্থান নির্ধারণ করা হয়েছে—‘এ’ ইউনিট: প্রশাসনিক ভবনের ৪র্থ তলায় জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন অফিস। ‘বি’ ইউনিট: কবি হেয়াত মামুদ ভবনের ২য় তলায় কলা অনুষদের ডিন অফিস। ‘সি’ ইউনিট: প্রশাসনিক ভবনের ৪র্থ তলায় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিস
সাক্ষাৎকারে নির্বাচিত শিক্ষার্থীদের বিষয় প্রাপ্তির তালিকা আগামী ২৭ আগস্ট সন্ধ্যা ৬টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিষয় পাওয়া শিক্ষার্থীদের ২৮ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট বিভাগে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। নির্ধারিত তারিখে উপস্থিত না হলে আর ভর্তির সুযোগ থাকবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এছাড়া সাক্ষাৎকারে অংশগ্রহণের সময় পরীক্ষার হলে পর্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরিত মূল অ্যাডমিট কার্ড, এসএসসি ও এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড ও নম্বরপত্র, শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র (না থাকলে জন্ম নিবন্ধন), এবং সদ্য তোলা দুই কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি সঙ্গে আনতে হবে।