আর্কাইভ  শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫ ● ২৫ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫
যে ১০ লক্ষণেই বুঝবেন, আপনি পেয়েছেন এক অসাধারণ স্বামী

যে ১০ লক্ষণেই বুঝবেন, আপনি পেয়েছেন এক অসাধারণ স্বামী

অনিশ্চয়তা বাড়ছে নির্বাচন নিয়ে?

অনিশ্চয়তা বাড়ছে নির্বাচন নিয়ে?

পুলিশ হয়ে গেছে এখন বানরের মতো, খাঁচায় বন্দি করে নাচাচ্ছে আমাদের’

পরিদর্শক তদন্তের মন্তব্য ‘
পুলিশ হয়ে গেছে এখন বানরের মতো, খাঁচায় বন্দি করে নাচাচ্ছে আমাদের’

ইসরায়েল থেকে তুরস্কে পৌঁছেছেন শহিদুল আলম

ইসরায়েল থেকে তুরস্কে পৌঁছেছেন শহিদুল আলম

একমাত্র মুসলিম দেশ হিসেবে বৃহস্পতিবার বাংলাদেশে ঈদ

বুধবার, ১০ এপ্রিল ২০২৪, সকাল ০৮:২৬

Advertisement

বিশ্বের বেশিরভাগ দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। এদিকে বিশ্বের সব মুসলিম দেশে বুধবার পালিত হলেও একমাত্র বাংলাদেশে বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদ পালিত হবে। 

জানা গেছে, সৌদি আবরসহ মধ্যপ্রাচ্যের সব দেশ, পূর্ব এশিয়ার বেশিরভাগ দেশ এবং দক্ষিণ এশিয়ার মধ্যে পাকিস্তান ও ভারতের তিন অঞ্চলে বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। তবে ভারতের বেশিরভাগ অঞ্চল ও বাংলাদেশে বৃহস্পতিবার ঈদ পালন করা হবে।

এক নজরে দেখে নিন মুসলিম দেশগুলোতে কতটা রোজা হয়েছে এবং কবে ঈদ পালিত হচ্ছে-

পাকিস্তান : ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯টি।

মালয়েশিয়া : ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯টি।

ফিলিস্তিন : ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০টি।

ইন্দোনেশিয়া : ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯টি। 

সৌদি আরব : ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০ টি।

আরব আমিরাত : ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০টি।

কাতার : ১০ এপ্রিল, বুধবার, রোযা, ৩০টি।

ইয়েমেন : ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০ টি।

ওমান : ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯ টি।

জর্দান : ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯টি।

মিশর : ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০টি।

তিউনিসিয়া : ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০টি।

মরক্কো : ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯টি। 

মন্তব্য করুন


Link copied