আর্কাইভ  রবিবার ● ১৪ ডিসেম্বর ২০২৫ ● ৩০ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ১৪ ডিসেম্বর ২০২৫
ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

রাজনীতি এখন ভোটের মাঠে

► ঘরে ঘরে ছুটছেন প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি
► গ্রাম থেকে শহরে চলছে সভাসমাবেশ মিছিল
রাজনীতি এখন ভোটের মাঠে

আসনভিত্তিক ছবিসহ ভোটার তালিকা ছাপাতে ইসির নির্দেশ

আসনভিত্তিক ছবিসহ ভোটার তালিকা ছাপাতে ইসির নির্দেশ

দেশের কল্যাণে ঐকবদ্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে: তারেক রহমান

দেশের কল্যাণে ঐকবদ্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে: তারেক রহমান

এক ওভারে ৩ রানআউট, দিল্লীকে থামিয়ে জয় পেল মুম্বাই

সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, রাত ০৩:১৯

Advertisement

নিউজ ডেস্ক: দুই ওভারে ৩ উইকেট হাতে নিয়ে দরকার ২৩ রান। মুম্বাই ইন্ডিয়ানসের যশপ্রীত বুমরার করা ১৯তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে টানা দুই বাউন্ডারি মেরে প্রয়োজনটাকে ৯ বলে ১৫ রান বানিয়ে ফেললেন দিল্লি ক্যাপিটালসের আশুতোষ শর্মা।

কিন্তু এর পর জয়টা দুরস্তই হয়ে রইল দিল্লির জন্য। এর পর অবিশ্বাস্যভাবে টানা তিন বলে তিনটি রানআউট করে ওই ওভারেই ম্যাচটি জিতে দিল্লি-জয় করে ফেলল মুম্বাই।

২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দিল্লি অলআউট ১৯৩ রানে। ১২ রানের এই হারে পাঁচে পাঁচ জয় হলো না দিল্লির। অন্যদিকে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ষষ্ঠ ম্যাচে পেল দ্বিতীয় জয়।

১৯তম মুম্বাইয়ের রানআউটের উৎসবে প্রথম কাটা পড়েন আশুতোষ। বুমরার ইয়র্কারটাকে পয়েন্টে ঠেলে দ্বিতীয় রান নিতে গিয়ে বিপদে পড়েন আশুতোষ। উইল জ্যাকসের থ্রো ধরে তাকে রানআউট করে দেন উইকেটকিপার রায়ান রিকেলটন।

পরের বলটাকে ডিপ মিডউইকেটে পাঠিয়ে ২ রান নিতে গিয়ে রানআউট কুলদীপ যাদব। এবার বদলি ফিল্ডার রাজ বাওয়ার থ্রো ধরে উইকেট ভাঙেন রিকেলটন।

রানআউটের হ্যাটট্রিক বলটায় রিকেলটনকে আর গ্লাভস গলাতে দেননি মিচেল স্যান্টনার। মিড অন থেকে সরাসরি থ্রোতে ননস্ট্রাইকিং প্রান্তে উইকেট ভেঙে ১ রান নিতে যাওয়া মোহিত শর্মাকে আউট করে দেন মিচেল স্যান্টনার।

দারুণ থ্রোতে মোহিতকে রানআউট করা স্যান্টনার এর আগে বোল্ড করেছেন দিল্লির ইনিংসের সর্বোচ্চ স্কোরার করুণ নায়ারকে। ৪০ বলে ৫ ছক্কায় ৮৯ রান করে নায়ার যখন ফিরলেন দিল্লির স্কোর ১৩৫/৩। এরপর ৫০ বলে ৭১ রান দরকার ছিল দলটির। সেটি আর হলো না।

এর আগে মুম্বাইয়ের হয়ে ৩৩ বলে সর্বোচ্চ ৫৯ রান করেন তিলক বর্মা। এ ছাড়া সূর্যকুমার যাদব ২৮ বলে ৪০, রায়ান রিকেলটন ২৫ বলে ৪১ ও নমন ধীর ১৭ বলে ৩৮ রান করেন।

মন্তব্য করুন


Link copied