আর্কাইভ  বৃহস্পতিবার ● ১৮ ডিসেম্বর ২০২৫ ● ৪ পৌষ ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১৮ ডিসেম্বর ২০২৫
১৩ বছর বয়সে বাবার সাথে নির্বাসিত জাইমা ফিরছেন দেশে

১৩ বছর বয়সে বাবার সাথে নির্বাসিত জাইমা ফিরছেন দেশে

৫ বছরে জীবিত না ফিরলে ‘গুম’ ঘোষণা করতে পারবেন ট্রাইব্যুনাল

৫ বছরে জীবিত না ফিরলে ‘গুম’ ঘোষণা করতে পারবেন ট্রাইব্যুনাল

দেড়যুগ পর সুখবর পেলেন ২৭তম বিসিএসের ৬৭৩ জন

দেড়যুগ পর সুখবর পেলেন ২৭তম বিসিএসের ৬৭৩ জন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

যেমন হতে পারে আইপিএলের দলগুলোর সম্ভাব্য একাদশ

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, বিকাল ০৬:৪২

Advertisement

নিউজ ডেস্ক:   আবুধাবির এতিহাদ অ্যারেনায় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অনুষ্ঠিত আইপিএলের মিনি নিলামে একের পর এক রেকর্ড ভাঙা হয়েছে। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে দলে ভিড়িয়ে ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার বানিয়েছে।

তিনবারের চ্যাম্পিয়ন কেকেআর এতেই থেমে থাকেনি। তারা শ্রীলঙ্কার ফাস্ট বোলার মাথিশা পাথিরানাকে ১৮ কোটি রুপিতে কিনেছে। পাশাপাশি বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার জন্য আরও ৯ কোটি রুপি ব্যয় করেছে।

মিনি নিলামের সবচেয়ে বড় চমক এসেছে চেন্নাই সুপার কিংসের তরফে। তারা আনক্যাপড ভারতীয় ক্রিকেটার প্রশান্ত বীর ও কার্তিক শর্মাকে দলে নেওয়ার জন্য ১৪ কোটি ২০ লাখ রুপি ব্যয় করেছে, যা নিলামের ইতিহাসে নজিরবিহীন।

মোট ১০টি দলই তাদের খালি থাকা ৭৭টি স্থান পূরণ করেছে। নিলামে মোট খরচ হয়েছে ২১৫ কোটি ৪৫ লাখ রুপি। চলুন দেখে নেওয়া যাক নিলামের পর প্রতি দলের সম্ভাব্য শক্তিশালী একাদশ।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি): বিরাট কোহলি, ফিল সল্ট, ভেঙ্কটেশ আইয়ার, রজত পাতিদার (অধিনায়ক), টিম ডেভিড, জিতেশ শর্মা, ক্রুনাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জ্যাকব ডাফি, জশ হ্যাজেলউড, যশ দয়াল।
ইমপ্যাক্ট প্লেয়ার: সুয়াশ শর্মা।

চেন্নাই সুপার কিংস (সিএসকে): রুতুরাজ গায়কোয়ার (অধিনায়ক), সঞ্জু স্যামসন, ডেওয়াল্ড ব্রেভিস, শিবম দুবে, এম.এস. ধোনি (উইকেটকিপার), জেমি ওভারটন, প্রশান্ত বীর, কার্তিক শর্মা, রাহুল চাহার, খলিল আহমেদ, নূর আহমেদ।
ইমপ্যাক্ট প্লেয়ার: আয়ুষ মাহাত্রে।

মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই): রোহিত শর্মা, রায়ান রিকেলটন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, উইল জ্যাকস, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), নামান ধীর, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, ট্রেন্ট বোল্ট, আল্লাহ গাজানফার।
ইমপ্যাক্ট প্লেয়ার: ময়াঙ্ক মারকান্ডে।

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ক্যামেরন গ্রিন, ফিন অ্যালেন (উইকেটকিপার), অজিঙ্কা রাহানে (অধিনায়ক), অঙ্ক্রিশ রঘুবংশী, সুনিল নারিন, রিঙ্কু সিং, রামানদীপ সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, মাথিশা পাথিরানা, বৈভব অরোরা।
ইমপ্যাক্ট প্লেয়ার: মনীশ পাণ্ডে।

সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ): অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ইশান কিশান, হাইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, নিতীশ কুমার রেড্ডি, প্যাট কামিন্স (অধিনায়ক), হার্শাল প্যাটেল, জয়দেব উনাদকাট, শিবম মাভি, জিশান আনসারি।
ইমপ্যাক্ট প্লেয়ার: সলিল অরোরা।

পাঞ্জাব কিংস (পিবিকেএস): প্রাভসিমরন সিং (উইকেটকিপার), প্রিয়াংশ আর্য, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), নেহাল ওয়াধেরা, মার্কাস স্টয়নিস, শশাঙ্ক সিং, কুপার কনোলি, মার্কো ইয়ানসেন, আর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, লকি ফার্গুসন।
ইমপ্যাক্ট প্লেয়ার: হারপ্রীত ব্রার।

লখনৌ সুপার জায়ান্টস (এলএসজি): মিচেল মার্শ, এইডেন মার্করাম, নিকোলাস পুরান, ঋষভ পন্ত (অধিনায়ক ও উইকেটকিপার), আয়ুষ বাদোনি, শাহবাজ আহমেদ, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মোহাম্মদ শামি, ময়াঙ্ক যাদব, আভেশ খান, মহসিন খান।
ইমপ্যাক্ট প্লেয়ার: এম সিদ্ধার্থ।

দিল্লি ক্যাপিটালস (ডিসি): কেএল রাহুল (উইকেটকিপার), বেন ডাকেট, নিতীশ রানা, ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল (অধিনায়ক), ডেভিড মিলার, আশুতোষ শর্মা, আকিব নবি দার, কুলদীপ যাদব, মিচেল স্টার্ক, টি. নটরাজন।
ইমপ্যাক্ট প্লেয়ার: করুণ নায়ার।

রাজস্থান রয়্যালস (আরআর): যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল (উইকেটকিপার), শিমরন হেটমায়ার, স্যাম কারান, রবীন্দ্র জাদেজা, রবি বিষ্ণোই, জফরা আর্চার, সন্দীপ শর্মা।
ইমপ্যাক্ট প্লেয়ার: ভিগনেশ পুত্থুর।

গুজরাট টাইটান্স (জিটি): শুভমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন, জস বাটলার (উইকেটকিপার), টম ব্যান্টন, ওয়াশিংটন সুন্দর, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, মোহাম্মদ সিরাজ, জেসন হোল্ডার, প্রসিধ কৃষ্ণা।
ইমপ্যাক্ট প্লেয়ার: সাই কিশোর।

মন্তব্য করুন


Link copied