নিউজ ডেস্ক: দুবাইয়ে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে রান তাড়া করে দুর্দান্ত এক জয় তুলে নিল বাংলাদেশ। গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ৩ উইকেটে হারিয়েছে টাইগার যুবারা। ২৮৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আজিজুল হাকিমের দল।
বড় লক্ষ্য তাড়ায় বাংলাদেশকে পথ দেখান ওপেনার জাওয়াদ আবরার। শুরু থেকেই দায়িত্বশীল ব্যাটিংয়ে দলের জয়ের ভিত গড়ে দেন তিনি। মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি মিস করলেও তার ১১২ বলে ৯৬ রানের ইনিংসটি ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। ৯টি চার ও ৬টি ছক্কায় সাজানো এই ইনিংসে ভর করে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ।
জাওয়াদকে যোগ্য সঙ্গ দেন রিফাত বেগ। ৬৮ বলে ৬২ রানের ইনিংস খেলে দলের চাকা সচল রাখেন তিনি। এই দুই সেট ব্যাটার ফেরার পর হাল ধরেন অধিনায়ক আজিজুল হাকিম। ৪৮ বলে ৪৭ রানের এক কার্যকরী ইনিংস খেলে দলকে জয়ের পথে রাখেন তিনি। শেষদিকে কালাম সিদ্দিকি (২৯) এবং রিজান হোসেনের ১৩ বলে অপরাজিত ১৭ রানের সুবাদে ৪৮.৫ ওভারে ৭ উইকেটে ২৮৪ রান তুলে জয় নিশ্চিত করে বাংলাদেশ। মাঝে দুটি রান আউট ও কিছু দ্রুত উইকেট পতন হলেও স্নায়ুচাপ ধরে রেখে ঠান্ডা মাথায় ম্যাচ শেষ করেন রিজানরা।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ফয়সাল শিনোজাদার সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায় আফগানিস্তান। ওপেনার খালিদ আহমাদজাই দ্রুত ফিরলেও ফয়সাল ৯৪ বলে ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৮টি চার ও ৪টি ছক্কা। এছাড়া মিডল অর্ডারে ওসমানের ৩৪, উজাইরুল্লাহর ৪৪ এবং শেষদিকে আজিজুল্লাহ মিযাখিলের ঝড়ো ৩৮ রানে লড়াকু পুঁজি পায় আফগানরা।
বাংলাদেশের বোলারদের মধ্যে ইকবাল হোসাইন ইমন, সামিউন বাসির ও শাহরিয়ার আহমেদরা গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে আফগানদের রান কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত ব্যাটারদের দৃঢ়তায় ফয়সালের সেঞ্চুরি ম্লান করে দিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।