আর্কাইভ  মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫ ● ১১ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

এনসিপির কর্মিসভায় বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে হাতুড়িপেটা

বুধবার, ২৫ জুন ২০২৫, রাত ১০:১৪

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:  মাদারীপুরে এনসিপির কর্মিসভায় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহকে কুপিয়ে ও হাতুড়িপেটা করে জখম করার অভিযোগ উঠেছে। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (২৫ জুন) বিকেলে মাদারীপুর শহরের ভুইয়া কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

পুলিশ, স্থানীয় ও আহত সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের কমিটি গঠনের পর থেকেই স্বাস্থ্য উপকমিটির সদস্য হাসিবুল্লাহ এবং মাসুম বিল্লাহর মধ্যে মতবিরোধ চলছিল। সেই দ্বন্দ্বের জের ধরে বুধবার এনসিপির কর্মী সম্মেলন শুরুর আগেই হামলার ঘটনা ঘটে।

এসময় মাসুমকে কুপিয়ে ও হাতুড়িপেটা করে জখম করা হয়। আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যান হামলাকারীরা। পরে মাসুমকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

আহত মাসুম বিল্লাহর বাবা আক্তারউজ্জামান বলেন,‌ ‘হাসিবুল্লাহ ও আরও কয়েকজন মিলে আমার ছেলের ওপর হামলা করেছে। ওর মাথায় অনেক আঘাত করা হয়েছে। অবস্থা গুরুতর। আমি এই ঘটনার বিচার চাই।’

মাদারীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহবায়ক আকাশ মাতুব্বর বলেন, ‘এটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। আমরা এর বিচার চাই।’

জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মো. নিয়ামতউল্লাহ বলেন, ‘খুব শিগগির অপরাধীদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলন করা হবে। বারবার জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। এর কঠিন বিচার হওয়া দরকার।’

এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার পরপরই হামলাকারীরা এলাকা থেকে পালিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হামলার সঙ্গে জড়িতদের ধরতে গোয়েন্দা পুলিশের পাশাপাশি থানা পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় ও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মন্তব্য করুন


Link copied