আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

এনসিপি নেত্রীর সঙ্গে অসদাচরণ, ২ পুলিশ সদস্য ক্লোজড

বুধবার, ৪ জুন ২০২৫, রাত ০১:৩৯

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: পটুয়াখালীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠক জিনাত জাহানের সঙ্গে অসদাচরণের অভিযোগে সদর থানার দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। 

অভিযুক্তরা হলেন—পুলিশ কনস্টেবল জয় দাস ও আবু বকর।

মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সাজাদুল ইসলাম স্বজল।

এর আগে, সোমবার সন্ধ্যায় জিনাত জাহান পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগের পরপরই অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১ জুন বিকেলে মোবাইল সিম চুরি-সংক্রান্ত একটি সমস্যার সমাধানে পটুয়াখালী সদর থানায় যান জিনাত জাহান। তিনি অভিযোগ করেন, সে সময় থানা প্রাঙ্গণে থাকা সিভিল পোশাকধারী পুলিশ সদস্য জয় দাস ও আবু বকর প্রথমেই তার রাজনৈতিক পরিচয় জানতে চান। এনসিপির নাম জানার পর তারা দলের নাম বিকৃত করে উপহাস করেন এবং দলের নেতৃবৃন্দ সম্পর্কে কটূক্তি করেন।

জিনাত জাহান বলেন, ‘আমাকে দীর্ঘ সময় বসিয়ে রাখা হয়। তারা আমার অনুরোধে সাড়া না দিয়ে বিষয়টিকে গুরুত্বহীনভাবে বিবেচনা করেন। পরবর্তীতে এসআই ইসরাইল ঘটনাস্থলে এসে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করেন এবং প্রয়োজনীয় তথ্য হোয়াটসঅ্যাপে পাঠাতে বলেন।’

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার স্বজল বলেন, ‘লিখিত অভিযোগ পাওয়ার পরই বিষয়টি তদন্ত করা হয়। অপেশাদার আচরণের কারণে দুই পুলিশ সদস্যকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।’

মন্তব্য করুন


Link copied