আর্কাইভ  শনিবার ● ১৮ জানুয়ারী ২০২৫ ● ৫ মাঘ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ১৮ জানুয়ারী ২০২৫
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: আজহারীর তাফসির মাহফিল শনিবার, একদিন আগেই উপস্থিত ফেসবুক ও ইউটিউবার ভক্তরা       ট্রাম্পের শপথে আমন্ত্রণ পেলেন শি জিনপিং, পাননি মোদি!       ‘দু-একদিনের মধ্যেই বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত’       ‘সব নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে’ বেগমপাড়া তৈরির রাজনীতি দেশের মানুষ চায় না : চরমোনাই পীর       কলরেট ও ইন্টারনেট নিয়ে সুখবর      

 

কবি ও লিটল ম্যাগাজিন সম্পাদক সরোজ দেবের উপর হামলাকারীর শাস্তির দাবিতে বিবৃতি

বুধবার, ৭ ডিসেম্বর ২০২২, রাত ১০:০০

বিজ্ঞপ্তি: কবি ও লিটল ম্যাগাজিন সম্পাদক সরোজ দেবের উপর হামলার প্রতিবাদ ও হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, লিটল ম্যাগাজিন কর্মী-সম্পাদক ও বিদগ্ধজনেরা। 
 
বিবৃতি দানকারী বিশিষ্ট জনেরা বলেন আমরা জেনেছি, গত ৪ ডিসেম্বর কুখ্যাত মাদক সন্ত্রাসী সাজ্জাদ হত্যার উদ্দেশ্যেই কবি সরোজ দেবকে হামলা করেন। আমরা মনে করি, কবি সরোজ দেবের উপর হামলা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা প্রতিক্রিয়াশীল ও মাদক সন্ত্রাসী গোষ্ঠীর সুদূরপ্রসারি নগ্ন চিন্তার ফসল। সে কারণে কবির উপর হামলায় আমরা ভীষণরকম উদ্বেগ প্রকাশ করছি। সেই সাথে রাষ্ট্রের কাছে কবির নিরাপত্তার দাবি জানাচ্ছি। 
 
আমরা জানতে পেরেছি, কবিকে হামলাকারী কুখ্যাত মাদক সন্ত্রাসী সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। পুলিশের এই তৎপরতা অবশ্যই প্রশংসনীয়। তবে সন্ত্রাসী সাজ্জাদ যেন কোনোভাবেই ছাড় না পায়,তা অবশ্যই বিবেচ্য। আর আমরা প্রত্যাশা রাখি, সন্ত্রাসী সাজ্জাদ ও হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে। 
বিবৃতি দাতারা হলেন -
 
১.আনু মুহাম্মদ, অধ্যাপক,জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় 
২.গোলাম কিবরিয়া পিনু, কবি
৩.জাকির তালুকদার, কথাসাহিত্যিক 
৪.ড. শাশ্বত ভট্টাচার্য, রবীন্দ্র-গবেষক 
৫.অভী চৌধুরী, কবি ও শিক্ষক জগন্নাথ বিশ্ববিদ্যালয় 
৬.টোকন ঠাকুর, কবি ও চলচ্চিত্র নির্মাতা 
৭.স্বকৃত নোমান, কথাসাহিত্যিক 
৮.মনি হায়দার, কথাসাহিত্যিক 
৯.নুরুন্নবী শান্ত, কথাসাহিত্যিক 
১০.রিষিণ পরিমল,  কবি ও অধ্যাপক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 
১১.সঞ্জয় সরকার, কবি ও শিক্ষক, বরিশাল বিশ্ববিদ্যালয় 
১২.প্রশান্ত অধিকারী, চলচ্চিত্র নির্মাতা 
১৩.নিশিকান্ত রায়, কবি ও সম্পাদক 
১৪.আলী রায়হান সরকার, শিক্ষক,  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 
১৫.কুমার দীপ, কবি
১৬.শফিক আশরাফ, গল্পকার ও শিক্ষক, বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় 
১৭.আতিউর রহমান,  শিক্ষক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 
১৮.সিরাজাম মুনিরা, শিক্ষক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 
১৯.সুবাস রায়, কবি ও গবেষক 
২০.ফেরদৌসী বেগম বিউটি, কবি ও সম্পাদক 
২১.কুমার সুমন, কবি ও গবেষক 
২২.আসাদুজ্জামান শুভ, কবি ও সংস্কৃতিকর্মী 
২৩. শুভ্র শোভন রায় অর্ক, গল্পকার 
২৩.ওয়াদুদ সাদমান, সংস্কৃতিকর্মী 
২৪.গৌতম চন্দ্র বর্মন, গবেষক ও সংস্কৃতিকর্মী
২৫.বাদল আশরাফ, কথাসাহিত্যিক
২৬.সুশান্ত কুমার রায়, কবি
২৭.মাখন লাল দাস, নাট্যকার
২৮.সঞ্জয় পূণীক, কবি ও সংস্কৃতিকর্মী
২৯.বর্ষা রায়, সংস্কৃতিকর্মী
৩০.সাজু বাঙালি, সংস্কৃতিকর্মী
৩১.পিকে বিক্রম, কবি ও সম্পাদক 
৩২.কঙ্কন সরকার ,কবি 
৩৩.ইসলাম রফিক, কবি 
৩৪.অরিন্দম মাহমুদ, কবি
৩৫.সুস্মিতা সাহা, কবি
৩৬. হোসেন রওশন, কবি
৩৭. ওয়াসিফা জাফর অদ্রি, কবি
৩৮. মোঃ নাঈম উদ্দীন, সংস্কৃতিকর্মী

মন্তব্য করুন


 

Link copied