আর্কাইভ  মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫ ● ১১ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

কারমাইকেল কলেজের প্রিন্সিপালের সাথে বৈঠক করেছে জাতীয় নাগরিক কমিটি

সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, রাত ০৯:৫৭

Advertisement Advertisement

মমিনুল ইসলাম রিপন: বন্ধ হল চালু, পরিবহন সংকট নিরসন, ছাত্র সংসদ নির্বাচন, শিক্ষার্থীদের নিরাপত্তা স্বাস্থ্য কেন্দ্রে বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগসহ ৮ দফা দাবিতে রংপুরে কারমাইকেল কলেজের প্রিন্সিপালের সাথে বৈঠক করেছে জাতীয় নাগরিক কমিটি। 
 
সোমবার দুপুরে কারমাইকেল কলেজের অধ্যক্ষে প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমানের কক্ষে বৈঠকে অংশ নেন জাতীয় নাগরিক কমিটির রংপুরের সমন্বয়ক আলমগীর নয়নের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় ছাত্র সংসদ চালু করে অবিলম্বে নির্বাচন, নিরাপত্তা নিশ্চিত এ পুলিশ ফাড়ি স্থাপন, বন্ধ হল চালু এবং নতুন হল নির্মাণ, ক্যাম্পাসের কাঁচা রাস্তা পাকা করুন, ক্যান্টিন চালু,সেমিনারে নতুন বই এবং পরিবহন সংকটের দ্রুত সমাধান নিয়ে আলোচনা হয়। জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে বলা হয় অবিলম্বে এসব দাবি পূরণের কার্যক্রম শুরু করা না হলে আন্দোলনে যাবে তারা। 
 
জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ক আলমগীর হোসেন নয়ন বলেন,পরিবহণ সংকট নিরেশনে কার্যকরী উদ্যোগ নিতে হবে। ফ্যাসিস্ট সরকারের আমলে ছাত্রলীগের কর্মীরা ক্যাম্পাসে এক নায়কতন্ত্র কায়েম করেছে। নিষিদ্ধ ছাত্রলীগের অনুপ্রবেশকারীরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বন্ধ হল চালু করে আর আমি কাল কলেজের ভাবমূর্তি আবারো ফিরিয়ে আনতে হবে।  এজন্য কলেজের অধ্যক্ষকে জোর দাবি জানান তারা।  এ বিষয়ে রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন শিক্ষার্থীদের দাবি সমূহ যৌক্তিক। হল নির্মাণ করা ছিল কিন্তু চালু ছিল না। এর মধ্যে একটি হল আমি এই কলেজে যোগ দানের আগেই কিছু সংখ্যক শিক্ষার্থী উঠেছিল পরবর্তীতে আমরা তাদের সাথে কথা বলেছি। মেধার ভিত্তিতে শিক্ষার্থীরা হলে অংশগ্রহণ করবে।
 
তিনি আরও বলেন, লাইব্রেরী অবশ্যই পড়াশোনার জায়গা। শিক্ষকরা যে গ্রুপ স্টাডি করবে নিজের পড়াশোনা করবে। এর জন্য আলাদা জায়গা ব্যবস্থা করা হবে।  বৈষম্য নিরসনের জন্য কলেজের একাডেমিক কাউন্সিল ও শিক্ষক পরিষদের সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে। 

মন্তব্য করুন


Link copied