আর্কাইভ  মঙ্গলবার ● ২৩ ডিসেম্বর ২০২৫ ● ৯ পৌষ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৩ ডিসেম্বর ২০২৫
তারেক রহমানের দেশে ফেরা: ১০ রুটে বিশেষ ট্রেন

তারেক রহমানের দেশে ফেরা: ১০ রুটে বিশেষ ট্রেন

টার্গেট কিলিংয়ের আতঙ্ক

টার্গেট কিলিংয়ের আতঙ্ক

চোরাই ফোন ব্যবসার এপার-ওপার নেটওয়ার্ক সিলেট

আইএমআই নম্বর পরিবর্তনে শক্তিশালী চক্র
চোরাই ফোন ব্যবসার এপার-ওপার নেটওয়ার্ক সিলেট

পুরুষও যখন গর্ভবতী দুর্নীতিতে অসুস্থ চিকিৎসা খাত

পরীক্ষা ছাড়াই রিপোর্ট
পুরুষও যখন গর্ভবতী দুর্নীতিতে অসুস্থ চিকিৎসা খাত

কিশোরীগঞ্জে জাতীয় পার্টির ইফতার বিতরনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৯॥আটক ১

বুধবার, ১৯ এপ্রিল ২০২৩, বিকাল ০৭:৩৮

Advertisement

শামীম হোসেন বাবু , কিশোরীগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি॥ নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নে জাতীয় পার্টির ইফতার বিতরনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৯জন আহত হয়েছে। মঙ্গলবার(১৮ এপ্রিল) সন্ধায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মাগুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হাসান শিহাবকে আটক করেছে পুলিশ। 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে , উপজেলা জাতীয় পাটির পক্ষে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল মাগুড়ায় তার বাড়ীতে ইফতার ও দোয়া মাহফিলের আযোজন করে। এসময় এমপির লোকজন লেবু মিয়ার বাসষ্ট্যান্ডে  ব্যবসায়ীদের মাঝে ইফতার বিতরন করেন। এতে বাদ যাযনি পূর্ব থেকে বিরোধ চলে আসা সাবেক চেয়ারম্যান মাহমুদুল হাসান শিহাবও। কিন্ত ইফতারির প্যাকেট দেখে তার দোকানের কর্মচারীকে শিহাব  জিজ্ঞাসা করেন, ইফতারের প্যাকেট কে দিয়েছে। কর্মচারী এমপির লোকজনের কথা বললে তিনি এমপিকে উদেশ্য করে গালিগালাজ করেন। এ ঘটনায় এমপির লোকজন প্রতিবাদ করলে দুপক্ষের মধ্যে সংঘষ বাধে। এ সংঘর্ষে উভর পক্ষের ৯জন আহত হয়। আহতরা হল খলিল হোসেন (৩০), ছপিরন বেগম(৫০), আশেক আলী(৪২), ফারুক হোসেন(৪৫), মহিজন বেওয়া(৬০), হাসান আলী(৭০), ছলেমা খাতুন(৬৫)। এদের মধ্যে খলিল, ছপিবন, ফারুক ও হাসানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বেফার করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনার ঘন্টা দুয়েক পর শিহাব হোসেনকে পুলিশ থানায় ডেকে নিয়ে আটক দেখায়। ওই ঘটনায় আলী মামুদের ছেলে আহাদুল হোসেন বাদি হয়ে ওই বাতেই অজ্ঞাত ৪ জনসহ  ৫জনে নামে থানায় একটি মামলা করে। 
কিশোরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার বিষয় স্বীকার করে বলেন, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

মন্তব্য করুন


Link copied