স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলায় পুকুরে পড়ে রেজিয়া খাতুন(৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার(৩১ জুলাই) সকালে কিশোরীগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের কাছারীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত মোজাম্মেল হকের স্ত্রী।
স্থানীয়রা জানায়, সকালে প্রকৃতির ডাকে সাড়া দিতে বৃদ্ধা বাড়ির পাশে বাঁশঝাড়ে যায়। সেখান থেকে পুকুর পারে গেলে পা ফসকে পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা বৃদ্ধার মরদেহ ভাসমান দেখতে পায়।
পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।