আর্কাইভ  শনিবার ● ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ● ৩ ফাল্গুন ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ১৫ ফেব্রুয়ারি ২০২৫

কিশোরীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ড অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি

শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, বিকাল ০৬:৫৯

Ad

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর কিশোরীগঞ্জে অগ্নিকান্ডের ঘটনায় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার(২৪ জানুয়ারী) রাত ২টার দিকে উপজেলা বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। 
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শহরের কৃষি ব্যাংকের সামনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানের আগুনে পুড়ে ছাই হয় বস্ত্র বিতান, লাইব্রেরি, জুতা হার্ডওয়্যার গুদাম ঘরসহ ৬ টি ব্যবসা প্রতিষ্ঠানের আসবাবপত্র,  মালামাল ও নগদ অর্থ। 
ব্যবসায়ী কমল কৃঞ্জ রায় বলেন, বৃহস্পতিবার(২৩ জানুয়ারী) রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে যাই। পরে মধ্যেরাতে একজন কল দিয়ে বলল আমার দোকান আগুন লেগেছে। তারপর ছুটে এসে দেখি সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমি নিঃস্ব হয়ে গেলাম। অনেক কষ্টকরে দোকানে মালামাল তুলেছিলাম সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেলো৷
কিশোরীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মহরম আলী বলেন, প্রায় দুইঘন্টা আমাদের দুইটি ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। 

মন্তব্য করুন


Link copied