আর্কাইভ  শনিবার ● ৮ ফেব্রুয়ারি ২০২৫ ● ২৬ মাঘ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ৮ ফেব্রুয়ারি ২০২৫

চরমোনাই পীরের উপর হামলার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ

শুক্রবার, ১৬ জুন ২০২৩, বিকাল ০৭:২৫

Ad

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন চলাকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত হাতপাখা মার্কার মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (শায়খে চরমোনাই) এর উপর হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখা বিক্ষোভ মিছিল করেছে।
শুক্রবার(১৬ জুন) বিকাল সাড়ে ৫টায় জেলা শহরের স্টেডিয়াম সড়ক সংলগ্ন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মার্কেটে এসে শেষ হয়। 
বিক্ষোভ সমাবেশে এসময় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সভাপতি মোঃ ইয়াসিন আলী, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, জাতীয় ওলামা সায়িক জেলা শাখার সভাপতি মওলানা মোঃ ছদর উদ্দিন, জাতীয় ইসলামী শিক্ষক ফোরাম জেলা শাখার সভাপতি মওলানা মোঃ আব্দুল কাদের, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা শাখার সভাপতি মোঃ লুৎফর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মোঃ মামুন ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মাইমুন ইসলাম মিঠুন প্রমুখ। 
এসময় বক্তারা বলেন, খুনি হাসিনা সরকারের আমলে দেশের সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, আলেম সমাজসহ সাধারণ মানুষ অত্যাচার নির্যাতনের শিকার। তাই আমরা সরকারের পদত্যাগসহ নিরপেক্ষ নির্বাচনের দাবি করছি। এখনো সময় আছে মতা থেকে নেমে গিয়ে নির্বাচনে আসুন দেখুন মানুষ কাকে ভোট দেয়। তারা আরও বলেন, আওয়ামী লীগ ভোট চোর। শেখ হাসিনা একজন খুনি। বর্তমান নির্বাচন কমিশন ও এ সরকারের অধীনে আর কোন নির্বাচন নয়। যে দেশের স্বাধীনতা ও বাংলা ভাষার জন্য বঙ্গবন্ধু যুদ্ধ করেছিলেন, আজ তার কন্যা শেখ হাসিনা সে স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হয়ে জনগণের স্বাধীনতা কেড়ে নিয়েছেন। আজ দেশের মানুষ তাদের অধিকারের কথা মুখ খুলে বলতে পারছে না। আজ দ্রব্যমূল্যের দাম লাগামহীন। আর লাগাম টানতে হচ্ছে সাধারণ মানুষের। এ অবৈধ সরকার ও তার মন্ত্রী এমপিরা প্রতিটি পদে পদে দুনীতি করছে। তাদের মনোনিত লোকজনদের প্রশাসনের প্রতিটি পদে বসিয়ে এক সন্ত্রাস দেশ তৈরি করছে আওয়ামীলীগ সরকার।  
বিক্ষোভ মিছিলে পাঁচ শতাধিক লোক অংশ নেয়। 

মন্তব্য করুন


Link copied