আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

চার দিনব্যাপী ‘তিস্তা ইউনিভার্সিটি, রংপুর বইমেলা’ শুরু

বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ০৩:৫৮

Advertisement Advertisement

ইভান চৌধুরী, বেরোবি প্রতিনিধি: মানসম্পন্ন শিক্ষাবিস্তার ও গবেষণা সম্প্রসারণের লক্ষ্যে প্রতিষ্ঠিত রংপুরের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় তিস্তা ইউনিভার্সিটির আয়োজনে ‘তিস্তা ইউনিভার্সিটি, রংপুর বইমেলা-২০২৪’ শুরু হয়েছে।

আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর টাউন হল চত্বর প্রাঙ্গণে ফিতা কেটে চারদিন ব্যাপী বই মেলার উদ্বোধন করেন একুশে পদক প্রাপ্ত ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ মজিবর রহমান মাস্টার।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতির সূর্য সন্তান একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ মজিবর রহমান মাস্টার স্মৃতিচারণ করে বলেন, ‘শেখ মুজিবুর রহমান যদিও জেলে ছিলেন তবে তিনি আগেই ওখান থেকে চিরকুট পাঠিয়ে দেয় বাংলা ভাষার জন্য আমরা যেন আন্দোলন করি। কায়েদে আজম ইংরেজিতে বললেন উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা। তখন সবাই ‘নো নো’ বলে প্রতিবাদ করে ওঠে।’

জাতির সূর্য সন্তান আরো বলেন, ‘আমি ১৯৫২ সালে মেট্রিক পরীক্ষার্থী। ভাষার দাবিতে আন্দোলন করায় আমার নামে ওয়ারেন্টও হয়েছিলো।’

তিস্তা ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আশরাফুল আলম আল-আমিন বলেন, ‘বইমেলা হলো সর্বোকৃষ্ট মেলা, যেখানে জ্ঞানের বিনিময় ঘটে বইয়ের মাধ্যমে। বইমেলা বই পড়ার অভ্যাস তৈরিতে কার্যকর ভ‍ূমিকা রাখে। প্রযুক্তির কারণে মানুষের মাঝে বইপড়ার অভ্যাস কমে যাচ্ছে। এ মেলার মাধ্যমে বইয়ের সঙ্গে সকল বয়সী মানুষের একটা নিবিড় সম্পর্ক তৈরি হবে এবং নতুন প্রজন্ম বইমুখী হবে। আমরা চাই, প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে পড়ুক বই পড়ার অভ্যাস।’

তিস্তা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল কাশেম বলেন, ‘তিস্তা বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিকমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চাই। বিশ্ববিদ্যালয়টিকে এগিয়ে নিতে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।’

‘তিস্তা ইউনিভার্সিটি, রংপুর বইমেলা’ আয়োজন কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষক আফিফা ইশরত চেতনার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর সঞ্জীব চৌধুরী, উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান ও ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বাবলু, বিথী আফরোজ, মেম্বার সেক্রেটারি রবিউল ইসলাম, সদস্য আবু হেনা মোস্তফা কামাল, তারিকুল ইসলাম, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

প্রসঙ্গত, চার দিনব্যাপী বইমেলা প্রতিদিন (২১-২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। মেলার পাশাপাশি প্রতিদিন আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। বইমেলায় দেশের খ্যাতনামা প্রকাশনীসহ বিভিন্ন প্রকাশনীর মোট ২১টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

মন্তব্য করুন


Link copied