আর্কাইভ  শুক্রবার ● ২১ নভেম্বর ২০২৫ ● ৭ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ২১ নভেম্বর ২০২৫
সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা

সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা

যে কারণে কিছু মানুষ ভূমিকম্প টের পান না

যে কারণে কিছু মানুষ ভূমিকম্প টের পান না

মায়ের সঙ্গে বাজারে গিয়ে ভূমিকম্পে প্রাণ গেল মেডিকেল শিক্ষার্থী রাফিউলের

মায়ের সঙ্গে বাজারে গিয়ে ভূমিকম্পে প্রাণ গেল মেডিকেল শিক্ষার্থী রাফিউলের

যার মাথায় উঠলো মিস ইউনিভার্সের মুকুট

যার মাথায় উঠলো মিস ইউনিভার্সের মুকুট

জলঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ৪ জন

বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, রাত ০৯:২৭

ঘন কুয়াশায় বুধবার সকালে নীলফামারীর জলঢাকা-ডালিয়া সড়কে ট্রাক ও ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে

Advertisement

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ ঘন কুয়াশায় নীলফামারীর জলঢাকা-ডালিয়া সড়কে ট্রাক ও ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চালক ও যাত্রী সহ দুইজন নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে আরো ৪জন যাত্রী। বুধবার (২৯ জানুয়ারি) সকালে জলঢাকার মন্থেরডাঙ্গা নামক স্থানের ডালিয়া সড়কে এ দূর্ঘটনাটি ঘটে। 
নিহতরা হলেন, ইজিবাইকের যাত্রী আব্দুস সালাম (৬৫) ও চালক রনি ইসলাম(৩৫)। উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের চৈতন্যের ঘাট গ্রামের যাত্রী আব্দুস ছালাম ঘটনাস্থলে নিহত হন। তিনি ওই গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। অপরদিকে ইজিবাইক চালক রনি ইসলাম রংপুরে নিয়ে যাওয়ার পথে মারা যান। তিনি জলঢাকা পৌরসভার কাজীর হাট গ্রামের হালিমুর রহমানের ছেলে।
আহতরা হলেন, পূর্ববালাগ্রাম এলাকার মুন্সিপাড়ার মৃত নাজিম উল্লাহ শুকারুর ছেলে আসাদুল, পশ্চিম বালাগ্রামের আব্দুল গফফার, পূর্ব বালাগ্রামের হাফিজারের ছেলে কাওসার, জমসের আলীর ছেলে রহমতুল্লাহ। 
এলাকাবাসী ও থানা সুত্রে জানা গেছে, সকাল সাতটার দিকে উপজেলার গোলমুন্ডা থেকে একটি ইজিবাইক যাত্রী নিয়ে উপজেলার জলঢাকা শহরের দিকে আসছিল। এসময় ঘন কুয়াশা বিরাজ করায় বিপরীত দিক থেকে আসা জলঢাকা থেকে ডালিয়াগামী (ঢাকা মেট্রো ট-২৪-৪৩২৭) ট্রাকের সাথে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের যাত্রী আব্দুস সালাম ঘটনাস্থলে নিহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ইজিবাইক চালক রনি ইসলাম সহ বাকি যাত্রীদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথেই রনি ইসলামের মৃত্যু হয়। 
দুর্ঘটনার বিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে আমি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই এবং দূর্ঘটনা কবলিত অটো ও ট্রাকটিকে উদ্ধার করে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাই। ট্রাক চালক কারিমুল ইসলামকে (২২) আটক করা হয়েছে। নিহতদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন


Link copied